বিতর্ক আর মাইনুল আহসান নোবেল যেনো একে অপরের পরিপূরক। কিছুদিন আগে ইডেন কলেজের ছাত্রীকে নির্যাতনের মামলায় গ্রেফতার হয়ে কারাগারে যান তিনি। এবার মদ্যপ অবস্থায় গাড়ি চালককে মারধরের অভিযোগে রাজধানীর কল্যাণপুর থেকে নোবেলকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৯ জুলাই) মধ্যরাতে জিজ্ঞাসাবাদের জন্য তাকে মিরপুর মডেল থানা পুলিশ আটক করে। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ রোমান।
বিজ্ঞাপন
গণমাধ্যমকে তিনি বলেন, ‘নোবেলকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তার বক্তব্য শুনে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
প্রত্যক্ষদর্শী ও থানা সূত্র জানায়, মধ্যরাতে মদ্যপ অবস্থায় উবারচালকের সঙ্গে মারামারি করেন কণ্ঠশিল্পী নোবেল।
উবারচালক গণমাধ্যমকে জানান, উবার অ্যাপের মাধ্যমে একটি প্রাইভেটকার ভাড়া করে স্ত্রী সালসাবিল মাহমুদকে সঙ্গে নিয়ে হাবুলের পুকুরপাড় এলাকায় যান নোবেল। গন্তব্যস্থলে যাওয়ার পরও নোবেল গাড়ি থেকে নামতে চান না। উদ্ভট কথাবার্তা ও গালাগালি করতে থাকেন। এভাবে তারা দুজন তর্কে জড়ালে একপর্যায়ে নোবেল উত্তেজিত হয়ে তাকে মারধর করেন।’
বিজ্ঞাপন
গাড়ির চালক যোগ করেন, ‘ঘটনা দেখে উৎসুক জনতা জড়ো হলে নোবেল জনতার তোপের মুখে পড়েন। পরে মিরপুর থানা পুলিশ নোবেল ও ওই ড্রাইভারকে আটক করে।’
বলে রাখা ভালো, রাজধানীর ডেমরা থানায় অপহরণ, ধর্ষণ ও নারী নির্যাতনের অভিযোগে রুজুকৃত মামলায় নোবেলকে গ্রেফতার করে ডেমরা থানা পুলিশ। সেই মামলার নিষ্পত্তি হয় অভিযোগকারী নারীর সঙ্গে বিয়ের মাধ্যমে।
ইএইচ/

