বিনোদন ডেস্ক
১৮ জুলাই ২০২৫, ০৬:২২ পিএম
গত বছরের শেষের দিকে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ইরফান সাজ্জাদ অভিনীত ‘ভয়াল’ সিনেমা। এরপর আর কোনো সিনেমাতে দেখা যায়নি। আজ ১৮ জুলাই দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অভিনেতার নতুন সিনেমা ‘আলী’। একই দিনে দেশের সিনেমা হলে মুক্তি পেয়েছে নেপালি সিনেমা ‘মিসিং’।
স্টার সিনেপ্লেক্সের, সনি স্কয়ার, ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস, মম ইন এই পাঁচটি সিনেমা হলে মুক্তি পায়েছে ‘আলী’। এর আগে সিনেমার চরিত্র সম্পর্কে গণমাধ্যমকে ইরফান সাজ্জাদ বলেছিলেন, ‘এটা এমন একটি চরিত্র যা সবাই করতে চাইবে না। কারণ, এই চরিত্রটি কথা বলতে পারে না! এক কথায়, বাকপ্রতিবন্ধী। সেইসঙ্গে শারীরিক প্রতিবন্ধীও। সবকিছু ইঙ্গিতের মাধ্যমে প্রকাশ করে সে।’

তিনি যোগ করেন, ‘বাকপ্রতিবন্ধী চরিত্রে অভিনয়ের জন্য সাইন ল্যাঙ্গুয়েজ শিখতে হয়েছে। ভীষণ চ্যালেঞ্জিং একটি চরিত্র। এটা কমার্শিয়াল সিনেমা। তবে আমি বলবো খুব কম অভিনেতাই কমার্শিয়াল সিনেমায় এই ধরনের চরিত্র বেছে নেবেন। আমি চ্যালেঞ্জ নিয়েই কাজটি করেছি।’
মুক্তিপ্রাপ্ত ‘আলী’ সিনেমায় ইরফান সাজ্জাদ ছাড়াও অভিনয় করেছেন মিলিতা মেহজাবিন অর্পা, কাজী হায়াৎ, মিশা সওদাগর, শতাব্দী ওয়াদুদ, শওকত সজল, পারভেজ সুমন, নোমিরা আহমেদ প্রমুখ।
এদিকে নেপালি রোমান্টিক কমেডি সিনেমা ‘মিসিং’ মুক্তি পেয়েছে স্টার সিনেপ্লেক্স, সীমান্ত সম্ভার, সেন্টার পয়েন্টে।
ইএইচ/