images

বিনোদন

চার দশকের দাম্পত্য জীবন, নিঃসন্তান থাকার কারণ জানালেন অনুপম খের

বিনোদন ডেস্ক

১৭ জুলাই ২০২৫, ১২:৫১ পিএম

বলিউড অভিনেতা অনুপম খের ও কিরণ খেরের চার দশকের দাম্পত্য জীবন। ১৯৮৫ সালে চার হাত এক করে নতুন অধ্যায় শুরু করেন। দীর্ঘসময় ধরে এক ছাদের নিচে বাস করছেন। তবুও নিঃসন্তান এ তারকা জুটি। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন অনুপম। 

দুইজনের মধ্যে সম্পর্কের টানাপোড়েন, রাগ-অভিমান এবং ক্যারিয়ারে উত্থান পতন নিয়ে খোলামেলা আলাপাকালে অভিনেতা বলেন, ‘একটি শিশুকে বড় হতে না দেখার শূন্যতা অনুভব করি। কারণ আমার ও কিরণের কোনো সন্তান নেই।’

anupam_kher_d

অভিনেতা জানিয়েছেন, ৬০ বছর পর্যন্ত সন্তানের অভাব অনুভব করেননি। অনুপমের কথায়, “আমি শিশুদের নিয়ে অনেক কাজ করি। আমার ফাউন্ডেশন অনেক কাজ করছে। আমি শিশুদের খুব পছন্দ করি। আমি ‘সে না সামথিং টু অনুপম আঙ্কেল’ নামে একটি শো করতাম। এটি বাচ্চাদের শো ছিল। যখন কেউ আমাকে জিজ্ঞেস করতেন, ‘তুমি কি সন্তানের অভাব অনুভব করছ? ’ আমার জবাব হয়, ’হ্যাঁ এবং এটাই সত্যি’।” 

কেন সন্তান নেননি জানতে চাইলে- জবাব অনুপম খের বলেন, ‘প্রথমদিকে কিরণের গর্ভে সন্তান আসতে সমস্যা হয়। পরে যখন সে গর্ভধারণ করেন, তখন গর্ভস্থ সন্তানের বিকাশ ঠিকভাবে হচ্ছিল না। অনেক চেষ্টা করেছিলাম। তাছাড়া কিরণের আগের সন্তান সিকান্দার আমার জন্য যথেষ্ট ছিল। এমনকী এখনও।’ 

ANU_1686738495076_1686740677227

অভিনেতা আরও বলেন, ‘সিকান্দারের বয়স যখন ৪ বছর, তখন সে আমার জীবনে আসে। আমি যখন কিরণকে বিয়ে করি, তখন কোনো কিছুরই অভাব মনে হয়নি। এখন আমার অভাব মনে হচ্ছে এমন নয়। সন্তানের অভাবের প্রশ্নে নির্দিষ্ট কোনো উত্তর আমার কাছে নেই।’    

বলে রাখা ভালো, ১৮ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় রয়েছে অনুপম খের অভিনীত ‘তানভি দ্য গ্রেটের’ সিনেমা। এই সিনেমায় অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শুভাঙ্গী দত্ত, বোমান ইরানি, জ্যাকি শ্রফ, পল্লবী জোশি প্রমুখ। 

ইএইচ/