শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সৎ ছেলে নিয়ে অসন্তুষ্ট নই, তবে নিজের থাকলে ভালো হতো: অনুপম খের 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৪, ০৬:১১ পিএম

শেয়ার করুন:

সৎ ছেলে নিয়ে অসন্তুষ্ট নই, তবে নিজের থাকলে ভালো হতো: অনুপম খের 

চার দশক ধরে বলিউডে সুনামের সঙ্গে অভিনয় করছেন অনুপম খের। পর্দায় অসংখ্যবার বাবার চরিত্রে দেখা গেছে তাকে। তবে ব্যক্তিজীবনে সন্তান নেই এ অভিনেতার। সেই জায়গা দিয়েছেন স্ত্রী কিরণের প্রথম পক্ষের সন্তান সিকান্দারকে। তবে বাবা হওয়ার আক্ষেপ রয়ে গেছে। তা স্পষ্ট হলো অভিনেতার কথায়।

সন্তান না থাকায় কোনো আক্ষেপ আছে? সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমের এরকম প্রশ্নের উত্তরে অনুপম বলেন, “আগে এ ধরনের অনুভূতি কাজ করেনি। কিন্তু এখন মাঝেমধ্যে এই ভাবনা উঁকি দেয় মনে। গত সাত-আট বছর ধরে মনে হচ্ছে এটা।” 


বিজ্ঞাপন


অভিনেতা আরও বলেন, “এই যে বাবা-ছেলের বন্ধন তৈরি হয়, তা দেখার মধ্যে আনন্দ পাওয়া যায়। আমি এই প্রশ্ন এড়িয়ে যেতেই পারতাম। কিন্তু আমি তা চাই না। সৎ ভাবেই উত্তর দিলাম।” 
এরপর বলেন, “এটা আমার জীবনের দুঃখ নয়। কিন্তু, মাঝেমাঝে মনে হয় যদি নিজের সন্তান থাকত, তা হলে ভালো হতো।”

১৯৮৫ সালে কিরণ খেরের সঙ্গে দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হন অনুপম। কিরণের প্রথম পক্ষের সন্তান সিকন্দরের বয়স তখন চার বছর। নিজের সন্তানের মতোই কাছে টেনে নেন অনুপম। কখনও বাবার অভাব বুঝতে দেন্নি। কিন্তু বাবা হওয়ার স্বাদটা রয়েই গেছে অভিনেতার। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর