বিনোদন ডেস্ক
১৭ জুলাই ২০২৫, ১০:৩৯ এএম
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান ক্যারিয়ারের সোনালী সময় পার করছেন। গত মে মাসে মুক্তি পেয়েছিল ‘জয়া আর শারমিন’। গেল কোরবানি ঈদে মুক্তি পেয়েছে দুই সিনেমা ‘উৎসব’ ও ‘তাণ্ডব’। সেই রেশ না কাটতেই ঘোষণা এসেছে ১৮ জুলাই মুক্তি পাচ্ছে জয়া অভিনীত ‘ডিয়ার মা’। এরইমধ্যে এলো জয়ার আরও এক টালিউড সিনেমা ‘পুতুলের ইতিকথা’-এর ট্রেলার।
গতকাল বুধবার (১৬ জুলাই) মুক্তি পেয়েছে ‘পুতুলের ইতিকথা’-এর প্রথমঝলক। ট্রেলারে অভিনেতা আবীর চট্টোপাধ্যায় সঙ্গে নজর কেঁড়েছেন জয়া। ট্রেলারের শুরুতে দেখা যায় অনন্যা চট্টোপাধ্যায়কে। সারা মুখে দাগ, খুব সম্ভবত গুটি বসন্তে আক্রান্ত তিনি। এরপরেই দেখা গেছে আবির এবং পরমব্রতর বন্ধুত্ব। ব্যর্থ প্রেমের গল্প। সবশেষে জয়া এবং আবিরের ভালোবাসার কাহিনি। শহুরে জীবনের হাতছানি এড়িয়ে গ্রামে ডাক্তারি করার আক্ষেপ কুরে কুরে খায় শশীকে। ইচ্ছা ছিল বিদেশে চিকিৎসা করার। গ্রামের ঘেরাটোপে জীবনের একঘেয়েমি কাটিয়ে উঠতে চায় শশী।

আগামী ১ আগস্ট আলোর মুখ দেখছে ‘পুতুলনাচের ইতিকথা’। প্রখ্যাত সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুলনাচের ইতিকথা উপন্যাস অবলম্বনে সিনেমাটি বানিয়েছেন সুমন মুখোপাধ্যায়।
এর আগে গত ৯ জুলাই ছবি মুক্তি ঘোষণা দিয়ে সামাজিক মাধ্যমে সুমন মুখোপাধ্যায় লিখেছিলেন, ‘মানিক বন্দ্যোপাধ্যায়ের এই কালজয়ী উপন্যাস প্রথম প্রকাশ পায় ধারাবাহিকভাবে ১৯৩৪ থেকে ১৯৩৫ সালে। এই উপন্যাস রচনার ৯০ বর্ষপূর্তিতে মুক্তি পাচ্ছে আমাদের সিনেমা। এটা বানানোর প্রথম চেষ্টা করেছিলাম ২০০৮ সালে, কিন্তু নানা কারণে আটকে গেছে। ছবিটি যখন ১৪ বছরেও বানাতে পারিনি, তখন হাল ছেড়ে দিয়েছিলাম। কিন্তু নবারুণদার যুদ্ধ পরিস্থিতি উপন্যাসের একটা লাইন আমাকে আবার জাগিয়ে তুলে। আবার উঠেপড়ে লাগলাম।’ নানা জটিলতা পেরিয়ে ২০২২ সালে পুতুলনাচের।

ত্রিশের দশকের শেষের দিক থেকে চল্লিশের দশকের শুরু পর্যন্ত সময়টা উঠে আসবে পুতুলনাচের ইতিকথা সিনেমায়। এতে কুসুম চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। আর শশী ও কুমুদের চরিত্রে দেখা যাবে আবীর চট্টোপাধ্যায় ও পরমব্রত চট্টোপাধ্যায়কে।
ইএইচ/