শেরপুরের নালিতাবাড়ীর গারো পাহাড়ে চলছে ‘শাপলা শালুক’ ছবির দৃশ্যধারণ। ছবিতে অভিনয় করছেন আব্দুন নূর সজল ও শবনম বুবলী। দুদিন আগে ছবির শুটিংয়ে বন্য হাতির দল আক্রমণ করে। খবরটি উঠে আসে সংবাদমাধ্যমে। যা নজরে পড়েছে অভিনেত্রী জয়া আহসানের।
তবে ক্ষুব্ধ শুটিং টিমের ওপর। জয়া মনে করছেন, বনের ভেতর শুটিং করা মোটেই উচিত না। নিজের ফেসবুকে ঘটনাটি নিয়ে লিখেছেন, এই আরেক উপদ্রব বনের ভেতর। বন বিভাগের দৃষ্টি আকর্ষণ করছি। মন চাইলেই লাইট ক্যামেরা অ্যাকশন শুরু করা যায়?
বিজ্ঞাপন
এরপর লেখেন, মাইকের শব্দ, শুটিং টিমের বর্জ্য, গান-বাজনা এগুলো কি অ্যালাউ করা ঠিক হবে এরকম একটা সেন্সিটিভ জায়গায়?
জয়ার ওই পোস্টে নেটিজেনদের অনেকে সহমত পোষণ করছেন। কেউ লিখেছেন, এই শুটিং টিমের বিরুদ্ধে কড়া আইনি নোটিশ পাঠানো হোক। অন্য একজনের কথায়, খুব ভালো লাগে যখন দেখি আপনি প্রাণীদের প্রতি অনেক মায়া দেখান। আপনি শুধু রুপে নয় বরং মনের দিক থেকেও খুব সুন্দর একজন মানুষ।
এদিকে বিষয়টি নিয়ে কথা বলতে ছবির পরিচালক লাজুকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

