images

বিনোদন

রণবীর কাপুরের জন্য সিংকে বাদ দিচ্ছেন সঞ্জয় লীলা বানসালি! 

বিনোদন ডেস্ক

১৫ জুলাই ২০২৫, ০২:১৭ পিএম

রণবীর সিংয়ের সঙ্গে পরিচালক সঞ্জয় লীলা বানসালির মধুর সম্পর্ক বলিউডের সবার জানা। সিংয়ের ক্যারিয়ার বদলে দেওয়া ছবিগুলোও বানসালির। ‘রামলীলা’, ‘বাজিরাও মস্তানি’, ‘পদ্মাবত’-এর মতো ছবি দিয়েছেন রণবীরকে। তবে  সে সম্পর্ক এখন এতটাই তিক্ত যে রণবীর সিংকে বাদ দিয়ে রণবীর কাপুরকে নিজের সিনেমায় নিচ্ছেন পরিচালক।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদন অনুযায়ী, রণবীরের সঙ্গে সঞ্জয়ের সম্পর্কের অবনতি ‘পদ্মাবত’ সিনেমা থেকে। জানা যায়, ‘লভ অ্যান্ড ওয়ার’ ছবিতে রণবীর কাপুর থাকায় অসন্তুষ্ট সিং। এতে তাকে দ্বিতীয় মুখ্য চরিত্রের প্রস্তাব দিয়েছিলেন বানসালি। আরও চটেছেন দীপিকার স্বামী। নিজের ৪০ তম জন্মদিনে পর্যন্ত দাওয়াত দেননি নির্মাতাকে। নতুন গুঞ্জন, ‘বইজু বাওয়ারা’ ছবি থেকে রণবীর সিংহকে বাদ দিতে চাইছেন সঞ্জয়।

বলিউডে ভাসে, পরিচালক হিসেবে ভীষণ খুঁতখুঁতে বানসালি। কাজ নিখুঁত না হলে মন ভরে না তার। ‘বাজিরাও মস্তানি’-র বেশ কিছু দৃশ্যে রণবীর সিং সন্তুষ্ট করতে পারছিলেন না তাকে। একাধিকবার বোঝানোর পরও ধরতে পারছিলেন না সিং। এতে চটেছিলেন সঞ্জয়। 

তবে হাল ছাড়েননি নায়ক। দাঁত কামড়ে চেষ্টা করে মন জয় করেছিলেন সঞ্জয় লীলার। অধ্যাবসায় ও আনুগত্য দিয়ে সে যাত্রায় পরিচালকের মন রেখেছিলেন। তবে আজকাল আর সে তোয়াক্কা করছেন না। জন্মদিনে দাওয়াত না দেওয়া কিংবা দ্বিতীয় মুখ্য চরিত্র ফিরিয়ে দেওয়া যেন তার-ই প্রমাণ।