রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

রণবীর সিং কেন ফিরিয়ে দিয়েছিলেন ‘অ্যানিমেল’? 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০২৩, ০৯:৫৪ পিএম

শেয়ার করুন:

রণবীর সিং কেন ফিরিয়ে দিয়েছিলেন ‘অ্যানিমেল’? 

সিনেমা হলে তাণ্ডব চালাচ্ছে রণবীর কাপুরের ‘অ্যানিমেল’। ফলে আনন্দ যেন ধরছে না রণবীর অনুরাগীদের। প্রিয় তারকাকে প্রশংসায় ভাসাচ্ছেন তারা। তবে প্রশংসা পাওয়ার কথা ছিল রণবীর সিংয়ের। কেননা ছবিটির প্রস্তাব প্রথমে তার কাছে যায়। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

তবে রণবীর সিং ফিরিয়ে দেন ছবিটি। সূত্রের খবর মানলে, রণবিজয় সিংয়ের চরিত্রটি বড্ড বেশি ডার্ক মনে হয়েছিল রণবীর সিংয়ের। এতটা হিংস্র ও জটিল চরিত্র তিনি করতে চাইছিলেন না। সেই কারণেই ‘অ্যানিমেল’-এ অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দেন।


বিজ্ঞাপন


শুধু তাই নয়, শাহিদ কাপুরের আগে নাকি রণবীর সিংকে ‘কবীর সিং’ হওয়ার প্রস্তাব দিয়েছিলেন সন্দীপ। একই কারণে সেই প্রস্তাব নাকচ করেছিলেন বলিউডের ‘বাজিরাও’।

মুক্তির আগেই ‘অ্যানিমেল’ ভেঙেছে ‘জাওয়ানে’র রেকর্ড। গতকাল শুক্রবার মুক্তির পর ভেঙেছে পাঁচ পাঁচটি রেকর্ড। এছাড়া প্রথম দিন বিশ্বব্যাপী ছবিটি আয় করেছে প্রায় ১১৬ কোটি রুপি। ‘অ্যানিমেল’ প্রথম ভারতীয় ছবি যা উত্তর আমেরিকায় প্রথম দিনে প্রায় ১ মিলিয়ন ডলার ব্যবসা করেছে।

২০০ কোটি বাজেটের এই সিনেমাটি পরিচালনা করেছেন সঞ্জয় রেড্ডি বাঙ্গা। রণবীর, রাশমিকা, অনিল কাপুর, ববি দেওল ছাড়াও অভিনয় করেছেন তৃপ্তি দিমরিসহ আরও অনেকে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর