বিনোদন ডেস্ক
০২ জুলাই ২০২৫, ০২:১০ পিএম
‘শাকিব খান একমাত্র ব্যক্তি যে ফিল্ম ইন্ডাস্ট্রিকে এ পর্যন্ত টেনে নিয়ে এসেছে। সে অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য এবং আমি বিশ্বাস করি তার দ্বারা বাংলা সিনেমায় আরও একটা সোনালি যুগ আসবে।’ এরকম মন্তব্য করেছেন অভিনেত্রী রাশেদা চৌধুরী।
সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে শাকিবের প্রশংসা করার সময় এ মন্তব্য করেন গুণী এই অভিনেত্রী।
অভিনেত্রী যোগ করেন, ‘শাকিবের লুক নিয়ে কী বলব? সে কি একদিনে এ পর্যায় এসেছে? শাকিব খান হয়েছে অনেক চেষ্টার মধ্য দিয়ে। সব জায়গায় ভালো মন্দ মানুষ আছে। সবাই যে শাকিবের ভক্ত হবে বা তার পক্ষে কথা বলবে এটা আমি মনে করি না। মক্কাতেও চোর আছে। সুতারাং শাকিব তো শাকিবই। তার দুই স্ত্রী তো কী সমস্যা, এরকম অনেক নায়কেরই দুই স্ত্রী আছে।’

সবশেষে অভিনেত্রী বলেন, ‘শাকিব যথেষ্ট বিবেকবান এবং পূর্ণবয়্স্ক মানুষ। শাকিব যেটা ভালো মনে করবে নিজের এবং তার পরিবারের জন্য সে সেটাই করবে। আমি যখন অভিনয় করেছি তখন বাংলা সিনেমার স্বর্ণ যুগ ছিল। এখন আমার মনে হচ্ছে, আমি সেই স্বর্ণযুগে ফিরে গিয়েছি।’
বলে রাখা ভালো, কোরবানি ঈদে মুক্তি প্রাপ্ত ‘তাণ্ডব’ সিনেমায় সাবিলা নূরের মায়ের চরিত্রে অভিনয় করেছেন রাশেদা চৌধুরী। ‘তাণ্ডব’ সিনেমায় শাকিব-সাবিলা ছাড়াও অভিনয় করেছেন রোজী সিদ্দিকী, ডা. এজাজ, এফএস নাঈম, ফজলুর রহমান বাবু, কাজী রাকায়েত প্রমুখ। প্রযোজনায় এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। সহ–প্রযোজনায় আছে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকি। সহযোগিতা করেছে দীপ্ত।
ইএইচ/