সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘তাণ্ডব’ সিনেমার পাইরেসি ছড়ানোর অভিযোগে গ্রেফতার ৩

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৮ জুন ২০২৫, ০৬:০৯ পিএম

শেয়ার করুন:

‘তাণ্ডব’ সিনেমার পাইরেসি ছড়ানোর অভিযোগে গ্রেফতার ৩

তাণ্ডব সিনেমার বিভিন্ন অংশ কেটে তা সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে ছড়ানোর অভিযোগে তিন যুবককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। মঙ্গলবার (১৭ জুন) রাতে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— ইউটিউবার টিপু সুলতান, একটি অনলাইন পোর্টালের মালিক সাদি সাদ ওরফে সাগর ও হল অপারেটর সাজেদুল ইসলাম।


বিজ্ঞাপন


বুধবার (১৮ জুন) বিকেলে রাজধানীতে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবির যুগ্ম-কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম।

এর আগে, সিনেমাটির প্রযোজক শাহরিয়ার কবির ভূঁইয়া রাজধানীর বনানী থানায় মামলা করেন। সেই মামলায় তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে।

ডিবির যুগ্ম-কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেন, তাণ্ডব সিনেমার বিষয়ে প্রথমে একটি মামলা হয়। এই সিনেমাটির প্রযোজক শাহরিয়ার শাকিল বাদী হয়ে বনানী থানায় একটি মামলা করেন। গত ৪ জুন তার সিনেমাটি কতিপয় ব্যক্তি ইউটিউব, টেলিগ্রাম, ফেসবুক এবং বিভিন্ন লিংকে পাইরেসির মাধ্যমে প্রচার করেছে। তার কিছু এইচডি ভিডিও ক্লিপ পাইরেসি করে যখন প্রচার করে, তখন তিনি (প্রযোজক) কিছু অজ্ঞাতনামার নামে লিংক উল্লেখ করে মামলাটি করেন। পরে মামলাটি ডিবির কাছে হস্তান্তর করা হয়।

ডিবির এই কর্মকর্তা বলেন, আমরা এখানে দেখি টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে সিনেমাটি প্রথম প্রচার হয় এবং সেটিকে (টেলিগ্রাম চ্যানেল) মূলত কন্ট্রোল করে, কারা কন্ট্রোল করে সেটা ডিবি সাইবার টিমের মাধ্যমে আমরা বের করতে পারব। এছাড়াও এই অপরাধের সঙ্গে যারা জড়িত আছে তাদেরকে আইনের আওতায় আনতে পারব। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। একটি সিনেমা হলের অপারেটর সাজেদুল ইসলামকে জিজ্ঞাসাবাদে কয়েকজনের নাম বলেছেন তিনি। তা যাচাই-বাছাই চলছে।


বিজ্ঞাপন


এমআইকে/এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর