images

বিনোদন

অভিনেত্রী মিনু গ্রেফতার

বিনোদন ডেস্ক

০২ জুলাই ২০২৫, ০৯:৪৫ এএম

মালয়ালম ইন্ডাস্ট্রির অভিনেত্রী মিনু মুনির গ্রেফতার করেছে ভারতীয় পুলিশ। সামাজিক মাধ্যমে পরিচালকের বিরুদ্ধে অশ্লীল ও মানহানিকর মন্তব্য করার অভিযোগে গত সোমবার (৩০ জুন) ভারতের কোচি সিটি সাইবার ক্রাইম পুলিশ তাকে গ্রেফতার করে। 

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অভিনেতা ও পরিচালক বালাচন্দ্র মেননের দায়ের করা মামলায় অভিনেত্রীকে গ্রেফতার করা হয়েছে। পরিচালকের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেওয়ার কারণে অভিনেত্রীর বিরুদ্ধে এ মামলাটি হয়। 

minu_moneer

জানা গেছে এই মাললায় অভিনেত্রী মিনু আগাম জামিন আবেদন করলে কেরালার উচ্চ আদালত তার জামিন আবেদন খারিজ করেন। তাকে পুলিশের কাছে হাজির হওয়ার নির্দেশ দেন। এরপর সাইবার ক্রাইম থানায় আত্মসমর্পণ করলে জামিনে মুক্তি দেওয়া হয়।

মামলার নথি পর্যালোচনা করে জানা গেছে, অভিনেত্রী নিয়মিতই পরিচালক বালাচন্দ্রের বিরুদ্ধে অবমাননাকর পোস্ট করতেন। তার ছবি এবং অশ্লীল মন্তব্য পোস্ট করতেন। দ্বিতীয় অভিযুক্ত ব্যক্তি গত বছরের ১৩ এবং ১৪ সেপ্টেম্বর পরিচালককে মোবাইল ফোনে হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ করা হয়েছে।

ইএইচ/