বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মাদক মামলায় গ্রেফতার অভিনেতা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৪ জুন ২০২৫, ০৫:২৯ পিএম

শেয়ার করুন:

মাদক মামলায় গ্রেফতার জনপ্রিয় অভিনেতা

দক্ষিণী জনপ্রিয় অভিনেতা শ্রীকান্তকে গ্রেফতার করেছে চেন্নাই পুলিশ। গতকাল সোমবার (২৩ জুন) মাদক রাখার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। দীর্ঘ অভিনয় জীবনে দর্শকদের উপহার দিয়েছেন তামিল, তেলেগু এবং মালয়ালম ভাষায় ৫৪টির মতো ছবি। 

মাদক মামলায় ‘সর্বভারতীয় আন্না দ্রাবিড় মুনেত্র কড়গম’ (এআইএডিএমকে) দলের সদস্য টি. প্রসাদকে গ্রেফতারের পর অভিনেতা শ্রীকান্তের নাম সামনে আসে। প্রসাদকে জিজ্ঞাসাবাদের সময় তিনি  স্বীকার করেন অভিনেতা শ্রীকান্তের জন্য কোকেন ও অন্যান্য নিষিদ্ধ মাদক সরবরাহ করতেন। 

Srikanth-arreste_dd

প্রসাদ দাবি করেন, শ্রীকান্তের কাছে প্রায় ১ গ্রাম কোকেন ১২ হাজার রুপিতে বিক্রি করেছিলেন। তার স্বীকারোক্তির ভিত্তিতে তদন্তকারী কর্মকর্তারা তার মোবাইলের মেসেজ ও লেনদেনের তথ্য যাচাই করতে শুরু করে।

এরপর সোমবার দুপুরে শ্রীকান্তকে তামিলনাড়ু রাজ্যের নুঙ্গমবক্কম থানায় ৯ ঘণ্টার বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। মাদক সেবনের বিষয় নিশ্চিত হওয়ার জন্য তার রক্তের নমুনা সংগ্রহ করা হয়। রিপোর্টে মাদক থাকার প্রমাণ পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়।

Srikanth-arreste

আজ মঙ্গলবার (২৪ জুন) মামলার শুনানি শেষে চেন্নাইয়ের মহানগর ম্যাজিস্ট্রেট ধায়ালান শ্রীকান্তকে ৭ জুলাই পর্যন্ত কারাগারে আটক রাখার নির্দেশ দেন। পুলিশ সূত্র জানিয়েছে পুরো মাদকচক্র ধরতে তদন্ত চলছে। 

ইএইচ/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর