images

বিনোদন

যে রোগে আক্রান্ত জোভান

বিনোদন ডেস্ক

২৯ জুন ২০২৫, ০১:১১ পিএম

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান বর্তমানে একটি দীর্ঘমেয়াদি জটিল শারীরিক সমস্যায় ভুগছেন। সম্প্রতি সামাজিকমাধ্যমে দেওয়া একটি পোস্টে তিনি জানিয়েছেন, দীর্ঘদিন ধরে তিনি মাইগ্রেনে আক্রান্ত।  

আজ রোববার (২৯ জুন) ফেসবুকে একটি ছবি শেয়ার করে অভিনেতা লিখেছেন, ‘আমার মাইগ্রেন আছে, আমার সাথে ভালো ব্যবহার করুন। আমরা ভালো থাকিই বা কয়দিন? এর সঙ্গে একটি স্যাড ইমোজি ব্যবহার করেছেন।’

jovan_fdfg

মাইগ্রেন সম্পর্কে নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি লেখেন, ‘বেশি গরম পড়লে আমাদের মাথা ব্যাথা করে আবার বেশি শীত পড়লেও মাথা ব্যাথা করে। এখন বৃষ্টির সীজন। বৃষ্টির পানি মাথায় পড়লেও মাথা ব্যাথা করে। মাইগ্রেন রোদে গেলে বাড়ে। আগুনের তাপে বাড়ে। চোখে আলো পড়লে বাড়ে। খুব সাউন্ডে বাড়ে। একটু এদিক সেদিক হলেই ব্যাথা এসে হাজির!’ 

সবশেষে অভিনেতা জোভান লিখেছেন, ‘তাই বলছি যাদের মাইগ্রেন আছে, তাদের একটু স্পেশাল কেয়ার করা উচিত। আমাদের জীবনে কিন্তু শান্তি খুব কম থাকে।’ 

jovan_ddf

২০১১ সালে একটি টেলিভিশন বিজ্ঞাপনে মডেল হিসেবে তার ক্যারিয়ার শুরু করেন। এরপর ২০১৩ সালে আতিক জামানের ইউনিভার্সিটি ধারাবাহিকে প্রথম অভিনয় করেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। এবার কোরবানি ঈদেও অন্তর্জালে মুক্তি পেয়েছে একগুচ্ছ নাটক।

ইএইচ/