বিনোদন ডেস্ক
২৮ জুন ২০২৫, ১১:০৮ এএম
২০০২ সালের ইন্ডি পপ মিউজিক ভিডিও ‘কাঁটা লাগা’ গান নেড়েচেড়ে দিয়েছিল গোটা উপমহাদেশ। এই গানে কোমর দুলিয়ে দর্শকের মন ভরিয়েছিলেন শেফালি জারিওয়ালা। মন খারাপ করা খবর, মৃত্যু হয়েছে এই মডেল ও অভিনেত্রীর। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
বৃহস্পতিবার (২৬ জুন) রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন শেফালি। এ সময় তাড়াহুড়া করে হাসপাতালে নেওয়া হয় তাকে। জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান হাসপাতালে পৌঁছানোর আগেই মারা গেছেন।

ভারতীয় সাংবাদিক ভিকি লালওয়ানি সামাজিক মাধ্যমে শেফালির মৃত্যুর ঘটনা বর্ণনা করেছেন। হাসপাতালের রিসেপশনের কর্মী নিশ্চিত করে জানিয়েছেন, শেফালিকে হাসপাতালে ঢোকানোর পরেই চিকিৎসকরা দেখে জানান, এখানে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে। তারপর সাংবাদিকরা আরএমও-কে জানালে তিনি আবার হৃদরোগ বিশেষজ্ঞের থেকে বিস্তারিত জানতে চান। হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর লুলাও মৃত্যুর খবর নিশ্চিত করেন। কিন্তু এর থেকে বেশিকিছু এখনও জানা যায়নি।
শোবিজে শুরুর দিকে মডেলিং করতেন জারিওয়ালা। ৩৫টির মতো মিউজিক ভিডিওতে কাজ করেছেন তিনি। বলিউডে তার অভিষেক হয় ২০০৪ সালে। ‘মুঝসে শাদি করোগে’ ছবিতে ক্যামিও-র মাধ্যমে এই পথচলা শুরু হয় তার।

ব্যক্তিগত জীবনে একাধিক পুরুষের সঙ্গে নাম জড়িয়েছে শেফালির। ২০০২ সালে ঘর বেঁধেছিলেন। তবে সে সংসার স্থায়ী হয়নি। মানসিক ও শারীরিক অত্যাচারের অভিযোগ এনে স্বামীর সঙ্গে বিচ্ছেদ করেন তিনি।
বিচ্ছেদের পর অনেকটা আড়ালে চলে যান শেফালি। ২০১৪ সালে ঘর বাঁধেন পরাগ ত্যাগীর সঙ্গে। দুজনে ‘বিগ বস্ ১৩’-এ প্রতিযোগী ছিলেন। সংসার জীবনেও সুখী ছিলেন তারা।