রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মারা গেলেন জনপ্রিয় অভিনেতা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৭ জুন ২০২৫, ০২:৪০ পিএম

শেয়ার করুন:

মারা গেলেন জনপ্রিয় অভিনেতা

আমেরিকান অ্যাকশন কমেডি সিরিজ ‘দ্য ডিউকস অফ হ্যাজার্ড’-এর তারকা রিচার্ড হার্স্ট মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার (২৬ জুন) লস এঞ্জেলেসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। 

অভিনেতার মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন তার প্রাক্তন স্ত্রী ক্যান্ডেস কানিয়েকি। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে তা নিশ্চিত নন বলে আন্তর্জাতিক গণমাধ্যমকে জানিয়েছেন তিনি। 

SEI_257017583-bf8f-e1751002699300

অভিনেতার মৃত্যুতে শোক জানিয়েছেন দীর্ঘদিনের সহকর্মী এবং ভক্তরা। ‘দ্য ডিউকস অফ হ্যাজার্ড’ ভক্ত সামাজিকমাধ্যমে অভিনেতার মৃত্যুর খবর জানিয়ে এক শোক বার্তায় লিখেছে, ‘দুঃখভারাক্রান্ত মন নিয়ে জানাচ্ছি রিক হার্স্ট আমাদের মধ্যে থেকে বিদায় নিয়েছেন। যিনি ‘দ্য ডিউকস অফ হ্যাজার্ড’ সিরিজে ডেপুটি ক্লেটাস হগ চরিত্রে অভিনয় করে অগণিত অনুরাগীর মনে জায়গা করে নিয়েছিলেন। তাঁর স্মৃতি ভোলার মতো না। তাঁর পরিবারকে প্রার্থনায় রাখুন।’ 

রিচার্ড ডগলাস হার্স্ট ১৯৪৬ সালে ১ জানুয়ারি হিউস্টনে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬৮ সালে Tulane University থেকে স্নাতক ডিগ্রি এবং ১৯৭০ সালে টেম্পল বিশ্ববিদ্যালয় থেকে ফাইন আর্টসে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। অভিনয়ের হাতেখড়ি নেন হিউস্টন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সিসিল পিকেটের কাছে থেকে।

১৯৭১ সালে ‘দ্য ডোরিস ডে শো’ -এর মাধ্য দিয়ে পর্দায় অভিষেক হয়। এরপর ১৯৭২ সালে ‘স্যানফোর্ড এন্ড সন’,’দ্য পার্টিজ ফ্যামিলি’ সিরিজ এবং ‘দ্য আনহলি রোলারস’ চলচ্চিত্রে অভিনয় করেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয় না। মৃত্যুকালে তিনি রেখে গেছেন দুই ছেলে, রায়ান হার্স্ট এবং কলিন হার্স্টকে। 

ইএইচ/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর