রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সৌরভ গাঙ্গুলীর বায়োপিকে সারা-আদিত্য!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৭ জুন ২০২৫, ১০:৩০ এএম

শেয়ার করুন:

সৌরভ গাঙ্গুলীর বায়োপিকে সারা-আদিত্য!

ভারতীয় ক্রিকেট ইতিহাসের অন্যতম কিংবদন্তি অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর জীবনী দেখা যাবে বড়পর্দায়। দীর্ঘদিন আলোচনায় ছিল মহারাজার বায়োপিকের পরিকল্পনা। তবে তার চরিত্রে কে থাকবেন তা নিয়ে চলছিল জল্পনা-কল্পনা। সম্প্রতি জানা গেছে সৌরভ গাঙ্গুলীর নাম ভুমিকায় দেখা যাবে বলিউড অভিনেতা রাজকুমার রাওকে! এবার জানা গেল সৌরভের বায়োপিকে দেখা যাবে সারা আলি খান-আদিত্য রায় কাপূরকে!  

গতকাল বৃহস্পতিবার (২৬ জুন) সারা-আদিত্য জুটির নতুন সিনেমা ‘মেট্রো ইন দিনো’র প্রোমোশনের জন্য কলকাতায় এসেছিলেন। ছবির প্রোমোশন শেষে রাতে সৌরভ গাঙ্গুলীর বাড়িতে জমে নৈশভোজ। এরপরই অনুরাগীদের মনে প্রশ্ন তবে কী ২২ গজের মহারাজার বায়োপিকে দেখা যাবে এ তারকা জুটিকে? 

1750957039_cab

নৈশভোজ শেষে গাঙ্গুলী পরিবারের প্রশংসায় পঞ্চমুখ সারা-আদিত্য। সেই সঙ্গে গাঙ্গুলী বাড়ির খাবারের প্রশংসা করতে ভোলেননি। সারা বলেন, ‘দাদার (সৌরভ) বাড়ির রান্না যেমন ভালো। তেমনি ওনার পরিবারের মানুষগুলো ভালো।’ সারা আরও বলেন, ‘মাছ রান্নাটা অসাধারণ ছিল। ধন্যবাদ আমাদের ডেকে এত ভালো খাবার খাওয়ানোর জন্য।’

সৌরভ গাঙ্গুলীর বায়োপিকে তারকা জুটি আছেন কিনা জানতে চাইলে মহারাজা হাসিমুখে বলেন, ‘কাজ চলছে। দেখা যাক, পরিচালক বিক্রম মোতওয়ানে কী বলেন’ উৎসাহ লুকিয়ে রাখতে পারলেন না আদিত্য। জানালেন, তিনিও এই ছবির কথা শুনেছেন। এই ছবিতে অভিনয় করতে পারলে গর্ব অনুভব করবেন। সঙ্গে সঙ্গে মাথা দুলিয়ে সায় দিলে সারা। মিষ্টি হেসে অভিনেত্রী বললেম, ‘আমিও আছি।’

ইএইচ/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর