images

বিনোদন

হলিউডের জনপ্রিয় অভিনেতার মৃত্যু, দোষ স্বীকারে রাজি চিকিৎসক

বিনোদন ডেস্ক

১৭ জুন ২০২৫, ০২:২৫ পিএম

অতিরিক্ত মাত্রায় কেটামিন নেওয়ায় বছর দুয়েক আগে ‘ফ্রেন্ডস’ অভিনেতা ম্যাথিউ পেরির মৃত্যু হয়েছিল। শুরুতে নিছকই দুর্ঘটনা মনে হলেও তদন্তে উঠে এসেছিল নতুন তথ্য। অভিনেতার মৃত্যুর ঘটনায় কেটামিন সরবরাহের অভিযোগে গ্রেফতার করা হয় চিকিৎসকসহ পাঁচজনকে।

এবার জানা গেল, অভিনেতা পেরিকে অতিরিক্ত কেটামিন সরবরাহের অভিযোগে অভিযুক্ত ক্যালিফোর্নিয়ার চিকিৎসক সালভাদোর প্লাসেন্সিয়া তার দোষ স্বীকারে রাজি হয়েছেন। দোষ স্বীকারের বিষয়টি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ফেডারেল প্রসিকিউটররা।

সোমবার (১৬ জুন) এক বিবৃতিতে বলা হয়, প্লাসেন্সিয়া কেটামিন সরবরাহের চারটি অভিযোগে দোষ স্বীকার করবেন। এ অপরাধের সর্বোচ্চ শাস্তি ৪০ বছর পর্যন্ত কারাদণ্ড। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই তিনি আদালতে আনুষ্ঠানিকভাবে দোষ স্বীকার করবেন বলে আশা করা হচ্ছে।   

c7fc75a423fc33698265a27fe446a41026f3c8642fd6c8706c43b897d2ffb3e6

২০২৩ সালের অক্টোবরে লস অ্যাঞ্জেলেসে নিজের বাড়ির সুইমিংপুলে ৫৪ বছর বয়সী তারকার মরদেহ পাওয়া গিয়েছিল। ময়নাতদন্তে পেরির মৃত্যুর কারণ হিসেবে পাওয়া যায় ‘কেটামিনের তীব্র প্রভাব’। এটি একটি নিয়ন্ত্রিত ওষুধ, যা চিকিৎসকের পরামর্শ ছাড়া কেনা যায় না। 

আদালতে দাখিল করা নথি অনুযায়ী, প্লাসেন্সিয়া শুধু পেরির বাড়িতেই নয়, লং বিচ অ্যাকুয়ারিয়ামের পার্কিং লটেও অভিনেতাকে কেটামিন ইনজেকশন দিতেন অভিযুক্ত ডাক্তার। এমনকি কীভাবে ইনজেকশন দিতে হয় তা শেখানোও হয়েছিল পেরির ব্যক্তিগত সহকারীকে। যাতে বাড়িতে রাখা বাড়তি ওষুধ প্রয়োগ করা যায়।