শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘দ্য ওয়্যার’ খ্যাত অভিনেতা চার্লি স্ক্যালিস আর নেই

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৫ মে ২০২৫, ১০:৩৬ এএম

শেয়ার করুন:

‘দ্য ওয়্যার’ খ্যাত অভিনেতা চার্লি স্ক্যালিস আর নেই

মারা গেছেন ‘দ্য ওয়্যার’ সিরিজে অভিনয় করে দর্শকদের মন জয় করা মার্কিন অভিনেতা চার্লি স্ক্যালিস। দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। এরপর গত বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই অভিনেতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪।

'আমরা কোথায় যাব?': হলিউডের সড়কগুলোতে ঘরহারা মানুষের হাহাকার


বিজ্ঞাপন


অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার মেয়ে মেরি স্ক্যালিস। অভিনেতার মেয়ে গণমাধ্যমে জানিয়েছেন, আলঝাইমারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর বৃহস্পতিবার (১ মে) পেনসিলভানিয়ার ফিনিক্সভিলের একটি নার্সিং ফ্যাসিলিটিতে তিনি মারা যান।

charley-scalies_3760613

জনপ্রিয় অভিনেতার মৃত্যুতে শোক প্রকাশ করছে তার ভক্ত-অনুরাগীরা। হলিউড তারকার মৃত্যু মেনে নিতে পারছেন না দীর্ঘদিনের সহকর্মীরা।

হলিউড পাহাড় থেকে যুবকের লাশ উদ্ধার


বিজ্ঞাপন


বলে রাখা ভালো, চার্লি স্ক্যালিস ১৯৪০ সালে জন্মগ্রহণ করেন। কলেজ জীবনে বন্ধুর সঙ্গে এক কমেডি দল তৈরি করেন। বিয়েবাড়িসহ বিভিন্ন ইভেন্টে পারফর্ম করতেন। কলেজ জীবন শেষে তিনি ক্লিফটন প্রিসিশনে সেলস ও কন্ট্রাক্টস ডিরেক্টর হিসেবে কাজ শুরু করেন। এরপরে নিজেই একটি কনসালটিং ফার্ম চালু করেন। 

সুযোগ পেলেই হলিউডের এই অভিনেতার সঙ্গে প্রেম করবেন কারিনা

২০০৩ সালে ‘দ্য ওয়্যার’-এর দ্বিতীয় সিজনের হর্সফেস পাকুসা চরিত্রে অভিনয় দিয়ে খ্যাতির চূড়ায় পৌঁছে যান। এই সিরিজে তিনি বন্দী শ্রমিকের চরিত্রে অভিনয় করেন। 

ইএইচ/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর