বিনোদন ডেস্ক
১৭ জুন ২০২৫, ০১:৫৬ পিএম
বর্তমান সময়ে ভারতের সবচেয়ে জনপ্রিয় প্লে-ব্যাক গায়ক অরিজিৎ সিং। বাংলা হোক কিংবা হিন্দি— তার গান না থাকলে যেন পূর্ণতা পায় না। মনোমুগ্ধকর গায়কীর মাধ্যমে বিশ্বব্যাপী তার অনুরাগীর সংখ্যা নেহায়েত কম নয়।
এবার গান শোনাতে ব্রিটেন যাচ্ছেন অরিজিৎ। দুই ঘণ্টা গান পরিবেশন করবেন সেখানে। ঘণ্টা দুয়েকের এই অনুষ্ঠানের জন্য কত পারিশ্রমিক নিচ্ছেন গায়ক জানেন? ১৪ কোটি রুপি। যা লাইভ পারফর্ম করা দেশ-বিদেশের শিল্পীদের তুলনায় বেশি।
এর আগেও ব্রিটেন গেছেন অরিজিৎ। ব্রিটিশ পপ তারকা এড শিরানের সঙ্গে গেয়েছিলেন তখন। তারপর এড শিরান সোজা চলে যান অরিজিতের বাড়ি। দুই জন মিলে একটি গানে কোলাবও করেন।
তবে এতকিছুর পরও নিজেকে বদলাননি অরিজিৎ। জনপ্রিয়তার সামান্য ছোঁয়া পেতেই শোবিজের তারকারা মুম্বাই থিতু হন। অরিজিৎ এখানেই ব্যতিক্রম। আকাশচুম্বী জনপ্রিয়তা পেয়েও ছাড়েননি জন্মভূমি জিয়াগঞ্জ। সেখানেই দুই ছেলে ও স্ত্রীকে নিয়ে সংসার।