শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বলিউড নিয়ে বিস্ফোরক ইরফানপুত্র, নাম নিলেন অরিজিৎ সিংয়ের 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৪ মে ২০২৫, ০৫:০১ পিএম

শেয়ার করুন:

বলিউড নিয়ে বিস্ফোরক ইরফানপুত্র, নাম নিলেন অরিজিৎ সিংয়ের 

বলিউড তারকা ইরফান খানের পুত্র বাবিল খানের ইনস্টাগ্রাম স্টোরি কপালে চিন্তার ভাঁজ ফেলেছে নেটিজেনদের। যদিও সে স্টোরি মুছে দিয়েছেন স্টারকিড। কিন্তু ততক্ষণে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে তা। ওই পোস্টে বলিউড নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন বাবিল। নাম নিয়েছেন অরিজিৎ সিংসহ একাধিক তারকার।

ধারণা করা হচ্ছে সম্ভবত শনিবার রাতে ওই স্টোরি প্রকাশ করেন বাবিল। সেখানে কাঁদতে কাঁদতে কথা বলতে দেখা গেছে তাকে। এ সময় অনন্যা পান্ডে, অর্জুন কাপুর, শানয়া কাপুর, সিদ্ধান্ত চতুর্বেদী এবং আদর্শ গৌরব-সহ একাধিক তারকার নাম নিতে থাকেন। 

150524124603-6644ae8bd7344babil-khan

ওই সময় তিনি বলেন, ‘আমি যা বলতে চাই তা হলো, আমি চাই তোমরা জানো যে শানয়া কাপুর, অনন্যা পান্ডে, অর্জুন কাপুর, সিদ্ধান্ত চতুর্বেদী, রাঘব জুয়াল, আদর্শ গৌরব এবং অরিজিৎ সিংয়ের মতো মানুষ আছে। এর চেয়েও অনেক বেশি নাম আছে। বলিউড এতটাই (প্রকাশযোগ্য না)। বলিউড এতটা খারাপ।’

আরও বলেন,‘বলিউড হলো আমার দেখা সবচেয়ে ফেক একটা জায়গা। যার একটা অংশ আমিও হয়েছি। যদিও কিছু মানুষ আছে যারা চায় বলিউড একটু ভালো হোক (হাসি)...। আমি অনেক, অনেক অনেক বেশি কিছু দেখাতে চেয়েছিলাম। আমার আপনাদের দেওয়ার অনেক কিছু আছে...’

1670386525_babil

এদিকে বর্তমানে দেখা যাচ্ছে স্টোরি-ই শুধু মুছে দেননি বাবিল। বাবিলের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও পাওয়া যাচ্ছে না। এদিকে অনেকেই তার মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর