বিনোদন ডেস্ক
১৫ জুন ২০২৫, ০১:৫৫ পিএম
ছোটপর্দা দিয়ে যাত্রা শুরু হলেও টলিউডে দেব-সোহমদের সঙ্গে জুটি বেঁধে নিজেকে প্রমাণ করেন পূজা বন্দ্যোপাধ্যায়। অভিনয়ের পাশাপাশি সৌন্দর্যের দ্যুতিতে মুগ্ধ করেছেন দর্শকদের। তবে আজকাল অভিনয় ছাড়াও ব্যক্তিগত কারণেই বেশি আলোচনায় অভিনেত্রী।
সম্প্রতি বন্ধুকে বিশ্বাস করে সর্বস্ব খুইয়েছেন পূজা। সামাজিক মাধ্যমে নিজেই জানিয়েছিলেন অভিনেত্রী। বিশ্বস্ত বন্ধুর কাছে প্রতারণার শিকার হয়ে তিনি আজ নিঃস্ব। কষ্টার্জিত একটা মোটা অংকের টাকা খোয়া যায় অভিনেত্রীর। কিন্তু এবার অভিনেত্রীর বিরুদ্ধেই অপহরণের অভিযোগ তুলেছেন প্রযোজক শ্যাম সুন্দর দে’র স্ত্রী।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অভিনেত্রী পূজা ও তার স্বামী কোনালের বন্ধু শ্যাম সুন্দর দে। যিনি টলিউড প্রযোজকদের মধ্যে অন্যতম। ‘ব্যোমকেশ’,‘দূর্গ রহস্য’, ‘সোনার পাহাড়’, ‘কাঠমান্ডু’-এর মতো জনপ্রিয় ছবি প্রযোজনা করেছেন তিনি। এই প্রযোজকের বিরুদ্ধেই অভিযোগ এনেছিলেন অভিনেত্রী পূজা। এবার অভিনেত্রীর বিরুদ্ধে অপহরণের অভিযোগ আনলেন প্রযোজকের স্ত্রী মালবিকা দে।
গতকাল শনিবার (১৪ জনু) প্রযোজকের বিরুদ্ধে অভিযোগের বিষয় মুখ খোলেন তার স্ত্রী মালবিকা। সামাজিক মাধ্যমে এক পোস্ট তিনি দাবি করেছেন পূজা-কোনাল এবং সহযোগিরা শ্যাম সুন্দরকে অপহরণ করে প্রায় ৭০ লাখ টাকা মুক্তিপণ চেয়েছিলেন।

প্রযোজক শ্যাম সুন্দর দে’র স্ত্রীর কথায়, ‘আমার স্বামীকে (শ্যাম সুন্দর দে) পূজা বন্দ্যোপাধ্যায়, কোনাল বর্মা এবং তাদের সহযোগী পীযূষ কোঠারি বেশ কয়েকদিন ধরেই অপহরণ, আটক এবং অর্থ আদায়ের জন্য হুমকি দিচ্ছিল। ব্যক্তিগত কাজে আমার স্বামী গোয়ায় ছিলেন তখন পূজা ও বাকিরা আমার স্বামীর পথ অবরোধ করে দাঁড়ায়। এরপর তাকে জোর করে অচেনা জায়গা নিয়ে যায়।’
শ্যামের স্ত্রী যোগ করেন, ‘আমার স্বামীকে গোয়ায় মানসিকভাবে নির্যাতন করা হয় এবং প্রায় ৬৪ লাখ রূপি চাওয়া হয়। বলা হয়, টাকা না দিলে ওকে (শ্যাম সুন্দর দে) মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে। প্রচন্ড ভয় পেয়ে শ্যাম ২৩ লাখ রূপি পরিশোধ করেন। পূজা এবং কোনালের ব্যাংক কাউন্টে যে টাকা ট্রান্সফার করা হয়েছে, তার সমস্ত রসিদ এবং লেনদেনের রেকর্ড সংরক্ষণ করেছি।’

মালবিকা আরও অভিযোগ করেন, ‘পূজা এবং কোনাল মিলে শ্যামের মোবাইল ফোনগুলো কেড়ে নেয়। জোর করে ব্যক্তিগত তথ্য এবং পাসওয়ার্ড নিয়ে নেয়। ওদের কথা অনুযায়ী বক্তব্য দিতে বাধ্য করা হয়। আপাতত উত্তর গোয়া এসপির নেতৃত্বে গোয়া পুলিশের সহযোগিতায় আমার স্বামী নিরাপদে উদ্ধার হয়েছেন।’
সবশেষে মালবিকা বলেন, ‘এই গোটা ঘটনা শুধু একটি গুরুতর অপরাধ নয়, একজন বন্ধুর প্রতি বিশ্বাসঘাতকতাও। শ্যামের ওপর শারীরিক এবং মানসিক নির্যাতনের পাশাপাশি আমাদের গোটা পরিবার মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি।’
বলে রাখা ভালো, পূজার বিরুদ্ধে গুরুতর অভিযোগের বেশি কথা বলতে চাননি। ভারতীয় সংবাদমাধ্যমকে অভিনেত্রী জানিয়েছেন, শীগগিরই আসল সত্য বেরিয়ে আসবে।
ইএইচ/