রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

হাসিখুশি পূজার মন খারাপ কিন্তু কেন?

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৩, ১০:৪৫ এএম

শেয়ার করুন:

হাসিখুশি পূজার মন খারাপ কিন্তু কেন?

সবসময় হাসিখুশি থাকেন পূজা বন্দোপাধ্যায়। সামাজিক মাধ্যমে ঢুঁ মারলেই আন্দাজ করা যায়। তবে কয়েকদিন ধরে মন ভালো নেই ভারতের এই অভিনেত্রীর।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, পূজার বাবা গুরুতর অসুস্থ। যেকোনো মেয়ের জীবনে বিশেষ জায়গাজুড়ে থাকেন বাবা। সেই বাবা যদি অসুস্থ হয়ে পড়েন, তাহলে মেয়ের তো মন ভালো থাকবে না—এটাই স্বাভাবিক।


বিজ্ঞাপন


নায়িকার বাবার ঠিক কী হয়েছে? তা যদিও জানা যায়নি। তবে তাদের পরিবার যে বেশ কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, তা বোঝা গেল পূজার লেখায়।

Puja

অভিনেত্রী লিখেছেন, ‘আমার এখন লিখতে গিয়েও হাত কাঁপছে। তোমায় হারাতে পারব না৷ তুমি আমার জীবনের সব৷ আমার স্বপ্ন ছিল দাদু-নাতি একসঙ্গে খেলবে৷ আমার ছেলে দাদুর হাত ধরে স্কুলে যাবে। আমি চাই না এটা আমাদের শেষ নিজস্বী হয়ে থাকুক। তুমি তো কখনও আমার চোখের জল সহ্য করতে পারও না৷ এবারও প্লিজ তুমি ফিরে এসো। আমার চোখের জল মুছিয়ে দাও। বাবা তুমিই আমার হিরো। তোমায় ছাড়া আমি এক মুহূর্তও কিছু ভাবতে পারি না।’

এ সম্পর্কিত আরও খবর
বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে ছিলেন এই টলিউড অভিনেতা
শাকিবের ৩০ লাখ টাকা আত্মসাত করেছেন টলিউড অভিনেতা
মিমির কাছে ক্ষমাপ্রার্থী রাজ

কলকাতা থেকে মুম্বাই— সর্বত্রই তার পরিচিতি। বেশ কিছু বাংলা ওয়েব সিরিজেও তাকে দেখা গেছে। কিছুদিন আগে ‘প্রজাপতি’র পার্টিতেও দেখা গিয়েছে তাকে।

/আরএসও

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর