বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫, ঢাকা

বন্ধুকে বিশ্বাস করে সর্বস্ব খোয়ালেন জনপ্রিয় অভিনেত্রী

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১ জুন ২০২৫, ১০:৫৭ এএম

শেয়ার করুন:

বন্ধুকে বিশ্বাস করে সর্বস্ব খোয়ালেন জনপ্রিয় অভিনেত্রী

ছোটপর্দা দিয়ে যাত্রা শুরু হলেও টলিউডে দেব-সোহমদের সঙ্গে জুটি বেঁধে নিজেকে প্রমাণ করেন পূজা বন্দ্যোপাধ্যায়। অভিনয়ের পাশাপাশি সৌন্দর্যের দ্যুতিতে মুগ্ধ করেছেন দর্শকদের। তবে আজকাল পশ্চিমবঙ্গের পর্দায় অনেকটাই অনিয়মিত তিনি। ফলে নেই আলোচনায়।

এবার ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় এলেন এ অভিনেত্রী। বন্ধুকে বিশ্বাস করে সর্বস্ব খুইয়েছেন পূজা। সামাজিক মাধ্যমে নিজেই জানিয়েছেন অভিনেত্রী। বিশ্বস্ত বন্ধুর কাছে প্রতারণার শিকার হয়ে তিনি আজ নিঃস্ব।

93795_puja

পূজার কথায়, ‘‘গত তিন মাস যে কীভাবে কাটিয়েছি, তা আমরাই জানি। জানি না এরপর কী হবে! একেবারে শূন্য থেকে শুরু করতে হবে আমাদের। গত কয়েক মাসে অনেক কেঁদেছি। প্রায় স্তব্ধ হয়ে যাই একটা মোটা অংকের টাকা খোয়া হয়েছে আমাদের। সবটা কষ্টার্জিত অর্থ।’’

এদিকে পূজার স্বামী কুণালও স্ত্রীর পাশে আছেন। নেটিজেনদের অনুরোধ জানিয়েছেন স্ত্রীর পাশে থাকতে। যেমন অনুরোধ পূজাও করেছেন। তাদের কাজগুলো দেখার আহ্বান জানিয়েছেন দর্শকের প্রতি। তবে কার দ্বারা প্রতারিত হয়েছেন, ওই বন্ধুর নাম কী— কিছুই জানাননি তারা। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর