বিনোদন ডেস্ক
১৫ জুন ২০২৫, ১২:২৬ পিএম
পোলো খেলতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে কারিশমা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুরের। তার মৃত্যুর পর থেকেই প্রশ্ন উঠেছে, কে হচ্ছেন তার উত্তরসূরী? একইসঙ্গে অনেকের কৌতূহল প্রাক্তন স্বামীর সম্পত্তির কতটা পাবেন কারিশমা?
ভারতের অন্যতম সফল ও বিত্তশালী ব্যবসায়ী ছিলেন সঞ্জয়। ছিলেন অটো কম্পোনেন্ট প্রস্তুতকারক Sona Comstar-এর চেয়ারম্যান। ২০১৫ সালে বাবার মৃত্যুর পর তিনি এ দায়িত্ব নেন এবং কোম্পানি প্রসারিত করেন।

Forbes জানিয়েছে সঞ্জয়ের মোট সম্পত্তির পরিমাণ ১.২ বিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় রুপিতে ১,০৩০০ কোটি। আইনত সঞ্জয়ের সম্পত্তি যাবে তার স্ত্রী সচদেবের কাছে। তাই বলে যে কারিশমা কিছু পাবেন না তা কিন্তু না। তবে প্রাক্তন স্বামীর সম্পত্তির কতটা পাবেন তা এখনও জানা যায়নি।
তবে বিচ্ছেদের সময় দুই সন্তানকে ১৪ কোটি রুপির বন্ড উপহার দিয়েছিলেন। এবং তাদের প্রত্যেকের জন্য মাসিক ১০ লক্ষ রুপির ব্যবস্থাও করেছিলেন।

২০০৩ সালে কারিশমা কাপুরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এরপর ২০১৬ সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়। কারিশমা-সঞ্জয়ের দুই সন্তান। কারিশমার সঙ্গে বিচ্ছেদের পর ২০১৭ সালে অভিনেত্রী প্রিয়া সচদেবকে বিয়ে করেন সঞ্জয়। তাদের এক পুত্র সন্তান রয়েছে।