রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

প্রাক্তন স্বামীর মরদেহের অপেক্ষায় কারিশমা কাপুর 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৪ জুন ২০২৫, ০২:১৪ পিএম

শেয়ার করুন:

প্রাক্তন স্বামীর মরদেহের অপেক্ষায় কারিশমা কাপুর 

সম্পর্কের সুতা অনেক আগে ছিড়ে গেলেও প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুরকে শেষবারের মতো দেখার অপেক্ষায় বলিউড তারকা কারিশমা কাপুর। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

সঞ্জয়ের বাবা তথা খ্যাতনামা শিল্পপতি অশোক সচদেব জানিয়েছেন, আপাতত লন্ডনে ময়নাতদন্ত চলছে। সেটা শেষ হলেই একাধিক কাগুজে কাজ রয়েছে। সইসাবুত সেরে ছেলের মরদেহ দেশে আনতে পারবেন। আর সেই প্রেক্ষিতেই দিল্লিতে সঞ্জয় কাপুরের শেষকৃত্য দেরি হবে, বলে জানান তিনি। 


বিজ্ঞাপন


বলিউড মাধ্যম সূত্রে খবর, কারিশমা কাপুর আপাতত সেই অপেক্ষাতেই রয়েছেন। জানা গেল, প্রাক্তন স্বামীর শেষকৃত্যে সন্তানদের নিয়ে উপস্থিত থাকবেন কাপুরকন্যা। কাপুর পরিবারের অন্যান্য সদস্যদেরও উপস্থিত থাকার কথা।

পোলো খেলতে গিয়ে হঠাৎ হার্ট অ্যাটাক করেন সঞ্জয়। মৃত্যুর ৭ ঘণ্টা আগেই তিনি আহমেদাবাদের বিমান দুর্ঘটনা নিয়ে শোকপ্রকাশ করেছিলেন। সামাজিক মাধ্যমে পোস্টে দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে নিজেও না ফেরার দেশে চলে যান।

২০০৩ সালে কারিশমা কাপুরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এরপর ২০১৬ সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়। কারিশমা-সঞ্জয়ের দুই সন্তান। কারিশমার সঙ্গে বিচ্ছেদের পর ২০১৭ সালে অভিনেত্রী প্রিয়া সচদেবকে বিয়ে করেন সঞ্জয়। তাদের এক পুত্র সন্তান রয়েছে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর