images

বিনোদন

পাইরেসির শিকার ‘তাণ্ডব’

বিনোদন প্রতিবেদক

১৪ জুন ২০২৫, ১২:৩৯ পিএম

কোরবানি ঈদের সবচেয়ে বড় ছবি সুপারস্টার শাকিব খানের ‘তাণ্ডব’। ছবিটি নিয়ে শাকিবিয়ানদের মধ্যে উন্মাদনার শেষ নেই। তবে মন খারাপ করা খবর পাইরেসির কবলে পড়েছে ‘তাণ্ডব’। 

মুক্তির পর ছোট ছোট ভিডিও ফাঁস হয় ‘তাণ্ডবে’র। এতে সামাজিক মাধ্যমে অনেকেই পদক্ষেপ নিতে প্রযোজনা সংস্থার দৃষ্টি আকর্ষণ করেন। এবার আস্ত সিনেমাই হলো পাইরেসির শিকার। এখন অনলাইনে দেখা যাচ্ছে ছবিটি। 

এদিকে বিষয়টি নিয়ে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে সাড়া দেননি ‘তাণ্ডব’-এর প্রযোজক শাহরিয়ার শাকিল। ছবির পরিচালক রায়হান রাফীকে ফোন করলে তিনিও কেটে দেন। 

tandaba_20250604_122334807_20250606_160752018

ঈদে মাল্টিপ্লেক্সের পাশাপাশি ১৩৩টি সিঙ্গেল স্ক্রিনে মুক্তি পায় ‘তাণ্ডব’। সিনেপ্লেক্সের সব শাখা মিলিয়ে প্রতিদিন ছবিটির ৪৬টি প্রদর্শনী হচ্ছে। ঠিক এ সময় ছবিটি পাইরেসির কবলে পড়ায় ফেসবুকে চলচ্চিত্র বিষয়ক বিভিন্ন গ্রুপে হতাশা প্রকাশ করেছেন সিনেমাপ্রেমীরা।

ছবিতে শাকিবের সঙ্গে জুটি বেঁধেছেন সাবিলা নূর। শাকিব-সাবিলা ছাড়াও ‘তাণ্ডবে’ অভিনয় করেছেন রোজী সিদ্দিকী, ডা. এজাজ, এফএস নাঈম, ফজলুর রহমান বাবু, কাজী রাকায়েত প্রমুখ। প্রযোজনায় এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। সহ–প্রযোজনায় আছে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকি। সহযোগিতা করেছে দীপ্ত।