রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

২০-২৫ জনের বেশি দর্শক নেই, ‘তাণ্ডব’ চালিয়ে হতাশ হল মালিক

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৪ জুন ২০২৫, ১২:১৮ পিএম

শেয়ার করুন:

২০-২৫ জনের বেশি দর্শক নেই, ‘তাণ্ডব’ চালিয়ে হতাশ হল মালিক

কোরবানির ঈদের সিনেমাগুলোর মধ্যে দর্শকপ্রিয়তায় এগিয়ে আছে শাকিব খানের ‘তাণ্ডব’। তবে খোঁজ নিয়ে জানা গেছে, ছবিটি মাল্টিপ্লেক্সে আশানুরূপ দর্শক পেলেও সিঙ্গেল স্ক্রিনে পাচ্ছে না। কোনো কোনো সিনেমা হলে ভুগছে দর্শক খরায়। 

ঢাকার অদূরের উপজেলা শহর নাগরপুরের রাজিয়া সিনেমা হলে এমন চিত্র দেখা যাচ্ছে। প্রতি শোয়ে ২০-২৫ জনের বেশি দর্শক পাচ্ছে না কিং খানের সদ্য মুক্তিপ্রাপ্ত ‘তাণ্ডব’। ঢাকা মেইলকে খবরটি জানিয়েছেন রাজিয়া সিনেমা হলের দায়িত্বে থাকা মো: আমিন।

Screenshot_2025-06-03_143603_20250606_160700109

তিনি বলেন, ‘প্রথম দুই দিন ভালো দর্শক পেয়েছিলাম। এরপর থেকেই দর্শক খরা চলছে। একেবারেই লজ্জাজনক অবস্থা। ২০-২৫ জনের বেশি দর্শক হচ্ছে না। আমরা রীতিমতো হতাশ। বেশি রেন্টালে ছবিটি নিয়ে লোকসানে পড়তে হলো।’

কেন এই দুর্দশা জানতে চাইলে আমিন বলেন, ‘ছবিটি ভালো তবে সাধারণ দর্শকের জন্য না। সাধারণ দর্শক আইটেম গান চান, মিশা সওদাগরের মতো একজন ভিলেন চান। এই ছবিতে এরকম কিছু নেই। দুটি গানের শেষে নায়িকাও নেই। সব মিলিয়ে একটি বাণিজ্যিক সিনেমার জন্য যে উপকরণ দরকার এই ছবিতে তার ঘাটতি আছে। গোটা ছবি শাকিব খান টেনে নিয়েছেন। তিনি ছাড়া দর্শক ধরে রাখার মতো কেউ নেই সিনেমাটিতে।’

504078656_1267676701386797_4939975320651314346_n_20250606_160635857

আমিন বলেন, ‘আমরা তো শাকিব খানের সিনেমা বলে বেশি রেন্টাল দিয়ে ছবি এনেছিলাম। কিন্তু এখন পড়তে হলো লোকসানের মুখে। এমনিতেই আজকাল সিনেমার দুর্দশা। ঈদের ছবি চালিয়ে লোকসান পুষিয়ে নেওয়ার আশায় থাকেন হল মালিকেরা। কিন্তু এবার তো দেখছি সেটিও হচ্ছে না।’

‘তাণ্ডব’ সিনেমার পরিচালক রায়হান রাফী। এতে শাকিবের সঙ্গে জুটি বেঁধেছেন সাবিলা নূর। শাকিব-সাবিলা ছাড়াও ‘তাণ্ডবে’ সিনেমায় অভিনয় করেছেন রোজী সিদ্দিকী, ডা. এজাজ, এফএস নাঈম, ফজলুর রহমান বাবু, কাজী রাকায়েত প্রমুখ। প্রযোজনায় এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। সহ–প্রযোজনায় আছে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকি। সহযোগিতা করেছে দীপ্ত।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর