images

বিনোদন

ঝুঁকি নেওয়ার অনুরোধ বাঁধনের 

বিনোদন ডেস্ক

১৪ জুন ২০২৫, ১১:৪০ এএম

ঈদের ছবিগুলোর একটি এশা মার্ডার। শুরুর দিকে দর্শক কম হলেও আস্তে আস্তে বাড়ছে দর্শক সংখ্যা। এতে বেশ উচ্ছ্বসিত ছবির কেন্দ্রীয় কেন্দ্রীয় চরিত্রের অভিনেত্রী আজমেরী হক বাঁধন। হল মালিকদের কাছে করলেন ঝুঁকি নেওয়ার অনুরোধ।

তিনি বলেন, ‘এশা মার্ডার সিঙ্গেলস্ক্রিনেও চলার মতো সিনেমা। সিঙ্গেলস্ক্রিনের মালিকদের বলতে চাই, আপনারা একবার ঝুঁকি নিয়ে এশা মার্ডার চালিয়ে দেখুন। আমার বিশ্বাস, এই সিনেমা মানুষ পছন্দ করবে। আমার এবং মায়ের বাসার দুই সাহায্যকারী সিনেমাটি দেখে কাঁদতে কাঁদতে হল থেকে বেরিয়েছে। আমাকে ভালোবাসে বলে নয়, তারা সিনেমার গল্প ও চরিত্রের সঙ্গে কানেক্ট করতে পেরেছে। তাই আপনাদের অনুরোধ করব, ঝুঁকিটা নিয়ে দেখুন। সব সময় একই ধরনের সিনেমা চালাবেন, এটা তো হয় না। আপনাদেরও দায়িত্ব আছে। আমাদের পাশে থাকেন, ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিতে সাহায্য করেন।’

506055205_4222378368041612_2712327980671643920_n

ছবিটির প্রতি দর্শকের আগ্রহ বাড়ন্ত দেখে বাঁধন বলেন, ‘প্রথম দিন দর্শকের সংখ্যা দেখে খুব আপসেট হয়ে গিয়েছিলাম। এর পর থেকে প্রতিদিন দর্শকের সংখ্যা বাড়ছে। আমি খুশি। কারণ, আমাদের সোসাইটি হয়তো এখনো প্রস্তুত নয় যে নায়ক ছাড়া সিনেমা দেখবে। কিন্তু দর্শক প্রমাণ করেছে, তারা এমন সিনেমা দেখার জন্য প্রস্তুত। নির্মাতা ও প্রযোজকদের এ ধরনের ঝুঁকি নিতে হবে। মিডিয়া শুধু টাকা বানানোর কিংবা বিনোদন দেওয়ার জায়গা নয়। এখানে সমাজের জন্য কিছু করার সুযোগ আছে। আপনারা এগিয়ে এলে সমাজ পরিবর্তনে মিডিয়া একটা বড় ভূমিকা রাখতে পারবে।’

এ সময় ছবির পরিচালক ও প্রযোজকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বাঁধন বলেন, ‘আমাদের ইন্ডাস্ট্রিতে পুরুষেরা এত বেশি প্রাধান্য পায় যে এখানে নারীপ্রধান গল্প নিয়ে কাজ করার সাহস কেউ করে না। সে ক্ষেত্রে এশা মার্ডার ব্যতিক্রম। এ জন্য নির্মাতা ও প্রযোজকের কাছে আমি কৃতজ্ঞ। তাঁরা সাহস করে ঈদে মুক্তি দিয়েছেন।’

506043519_4223239237955525_6324379082036882605_n

‘এশা মার্ডার’ নির্মাণ করেছেন সানি সানোয়ার। এতে বাঁধন ছাড়াও অভিনয় করেছেন পূজা এগনেজ ক্রুজ, মিশা সওদাগর, শহিদুজ্জামান সেলিম, সুমিত সেনগুপ্ত, শতাব্দী ওয়াদুদ, শরীফ সিরাজ, নিবির আদনান নাহিদ প্রমুখ।