রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

এশা নামের মেয়েরা ‘এশা মার্ডার’ দেখতে আসছেন 

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১২ জুন ২০২৫, ০৬:৪৭ পিএম

শেয়ার করুন:

এশা নামের মেয়েরা ‘এশা মার্ডার’ দেখতে আসছেন 

ঈদে মুক্তি পেয়েছে ‘এশা মার্ডার’। সিনেমাটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন পূজা এগনেজ ক্রুজ। সম্প্রতি সামাজিক মাধ্যমে অভিনেত্রী জানিয়েছেন এশা নামের মেয়েরা ‘এশা মার্ডার’ দেখতে আসছেন।

নিজের ফেসবুকে পূজা লেখেন, ‘‘হল ভিজিটে অনেক মেয়ে অডিয়েন্স আমার কাছে এসে বলে, এশা আপু আমার নাম এশা। তাই ‘এশা মার্ডার’ দেখতে এসেছি।’’


বিজ্ঞাপন


506043519_4223239237955525_6324379082036882605_n

অনুভূতি প্রকাশ করতে গিয়ে ঢাকা মেইলকে পূজা বলেন, ‘‘সিনেমায় আমার চরিত্রের নাম এশা। আমার মনে হয়েছিল এশা নামের মেয়েদের ছবিটা টানবে। কিন্তু এরকম যে ঘটবে ভাবিনি। যখন আমাকে এসে কয়েকজন বললেন তখনকার অনুভূতিটা নিঃসন্দেহে ভালো লাগার। আমাকেও অনেকে এশা নামে ডাকছেন। এখানেই কাজের স্বার্থকতা বলে আমি মনে করি।’’

‘এশা মার্ডার’ নির্মাণ করেছেন সানি সানোয়ার। এতে পূজা ছাড়াও অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন, মিশা সওদাগর, শহিদুজ্জামান সেলিম, সুমিত সেনগুপ্ত, শতাব্দী ওয়াদুদ, শরীফ সিরাজ, নিবির আদনান নাহিদ প্রমুখ।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর