দেশের সিনেমা হলগুলোতে দাপট অব্যাহত ঢালিউড মেগাস্টার শাকিব খানের ‘তাণ্ডব’-এর। শাকিব-সাবিলা জুটির রয়াসন দেখতে মুখিয়ে আছেন প্রবাসী বাংলা ভাষাভাষীরাও। এবার তাদের অপেক্ষার অবসান ঘটছে।
দেশে ‘তাণ্ডব’ মুক্তির মাত্র সাত দিনের মাথায় এবার যুক্তরাষ্ট্র ও কানাডাসহ ইউরোপের বিভিন্ন দেশের অর্ধশত হলে মুক্তি পাচ্ছে নির্মাতা রায়হান রাফীর সিনেমা। আন্তর্জাতিক অঙ্গনে সিনেমাটির প্রচারের দায়িত্বে রয়েছে বায়োস্কোপ ফিল্মস।
বিজ্ঞাপন
প্রতিষ্ঠানটির কর্ণধার রাজ হামিদ ও রুবনা রশীদ খান গণমাধ্যমকে জানিয়েছেন ইউরোপ, আমেরিকা ও কানাডায় ছবিটি মুক্তির ক্ষেত্রে প্রথম সপ্তাহে মোট ৬০টি সিনেমা হলে মুক্তির প্রস্তুতি চলছে। তারা বলেন, ‘শাকিব খানের ছবির ক্ষেত্রে সবসময়ই একটু বড় পরিসরেই ভাবতে হয়। কারণ, তাঁর ফ্যানবেজটা বিশাল। এবারেও তার ব্যতিক্রম হচ্ছে না। তবে এবারের ছবিটি নিয়ে আমরা ভিন্ন স্ট্রাটেজি গ্রহণ করেছি। একই সঙ্গে আমেরিকা, কানাডা ও ইউরোপে মুক্তি দেব।’
জানা গেছে, শুক্রবার ১৩ জুন মুক্তি পাবে নিউইয়র্কের কিউ গার্ডেন সিনেমাস ও শোকেস ফারমিংডেল এবং লস অ্যাঞ্জেলেসের লেমলি নর্থ হলিউডসহ ভার্জিনিয়া, বোস্টন, সান ফ্রানসিসকো, শিকাগো এবং ডালাসের প্রেক্ষাগৃহে। এ ছাড়াও রোম, স্টকহোম, কোপেনহেগেন এবং টরন্টোতে একই দিনে মুক্তি দেওয়া হবে ছবিটি। এই ধারাবাহিকতায় পর্যায়ক্রমে পরবর্তী সময়ে অন্য শহরগুলোতে প্রদর্শিত হবে সিনেমাটি।
বলে রাখা ভালো, নির্মাতা রায়হান রাফীর নির্দেশনায় শাকিব-সাবিলা ছাড়াও ‘তাণ্ডবে’ সিনেমায় অভিনয় করেছেন রোজী সিদ্দিকী, ডা. এজাজ, এফএস নাঈম, ফজলুর রহমান বাবু, কাজী রাকায়েত প্রমুখ। প্রযোজনায় এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। সহ–প্রযোজনায় আছে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকি। সহযোগিতা করেছে দীপ্ত।
ইএইচ/

