বিনোদন ডেস্ক
১২ জুন ২০২৫, ০৫:২৫ পিএম
ভারতের গুজরাট রাজ্যে মর্মান্তিক বিমান দুর্ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে আহমেদাবাদের মেঘানিনগর এলাকায় ২৪২ জন যাত্রী নিয়ে বিমানটি ভেঙে পড়ে। এই ঘটনায় শোকস্তব্ধ ভারত। বলিউড তারকারাও বেদনার্ত।
সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন সোনু সুদ যিনি গরিবের মসিহা নামে পরিচিত। তিনি লিখছেন, ‘এয়ার ইন্ডিয়া ফ্লাইট এর সমস্ত যাত্রীদের জন্য আমার গভীর শোক এবং প্রার্থনা রইল। ফ্লাইটটি আহমেদাবাদ থেকে লন্ডন যাওয়ার জন্য টেক অফ করতে এই ঘটনা ঘটে। আমার হৃদয় ভারাক্রান্ত।’
অভিনেতা সানি দেওল লিখেছেন, ‘বিমান দুর্ঘটনার খবরে হতাশ হয়ে পড়েছি। যারা প্রাণ হারালেন তাদের জন্য আমার প্রার্থনা রইল। নিহতদের পরিবারের জন্য রইল সমবেদনা।’

অন্যদিকে বলিউড অভিনেতা রিতেশ দেশমুখ বিমান দুর্ঘটনায় শোকাহত। সামাজিক মাধ্যমে এক শোকবার্তায় তিনি লিখেছেন, ‘আহমেদাবাদে মর্মান্তিক বিমান দুর্ঘটনার কথা শুনে একেবারে হৃদয়ভারী হয়ে গেছে। সকল যাত্রী ও তাদের পরিবার প্রত্যেকের জন্য আমার হৃদয় কাঁদছে। এই কঠিন সময়ে আমার প্রার্থনা রইল।’
অভিনেত্রী পরিণীতি চোপড়া বলছেন, ‘আমি এখনও ভাবতে পারছি না সেই পরিবার গুলোর কথা, যারা এই দুর্ঘটনায় তাদের কাছের মানুষকে হারাল। ঈশ্বর আপনাদের শোক সইবার শক্তি দিক।’

অভিনেত্রী দিশা পাটানি এক পোস্টে লিখেছেন, ‘আমেদাবাদের ঘটনায় আমার হৃদয় কাঁদছে। আমি আশা করছি দুর্ঘটনায় কিছু মানুষ বেঁচে আছেন। তাদের সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেবেন। যারা মারা গেছেন তাদের জন্য আমি আমি মর্মাহত।’
ইএইচ/