বিনোদন প্রতিবেদক
০৬ জুন ২০২৫, ০৩:৩২ পিএম
আগামীকাল ৭ জুন ঈদের দিন মুক্তি পাচ্ছে রায়হান রাফী নির্মিত সিনেমা ‘তাণ্ডব’। শাকিব খান অভিনীত এ সিনেমাটি নিয়ে যখন দর্শকের উন্মাদনা তুঙ্গে ঠিক তখন জানা গেল রায়হান রাফীর পরবর্তী সিনেমার নাম।
‘তাণ্ডবে’র পর ‘সেয়ান’ নামে একটি সিনেমা বানাতে যাচ্ছেন রাফী। ঢাকা মেইলকে একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে খবরটি।
সূত্রমতে, রাফীর পরবর্তী সিনেমার নাম ‘সেয়ান’। অ্যাকশনধর্মী হবে। তবে পর্দায় কাকে দেখা যাবে বলা যাচ্ছে না। কেননা এখনও অভিনয়শিল্পী চূড়ান্ত হয়নি।
এদিকে ‘তাণ্ডবে’র মাধ্যমে দ্বিতীয়বার রাফীর নির্মাণে দেখা যাবে শাকিবকে। এই ছবিতে কিং খানের সঙ্গে স্ক্রীন শেয়ার করেছেন সাবিলা নূর। বিশেষ চরিত্রে দেখা যাবে জয়া আহসানকে। এছাড়া অভিনয় করেছেন রোজী সিদ্দিকী, ডা. এজাজ, এফএস নাঈম প্রমুখ।
ছবিটি পরিচালনা করেছেন রায়হান রাফী। প্রযোজনায় এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। সহ–প্রযোজনায় আছে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকি। সহযোগিতা করেছে দীপ্ত।
আরআর/