ঢালিউডের অন্দরমহলের খবর— আজকাল আরিফিন শুভর সঙ্গে নির্মাতা রায়হান রাফির সম্পর্ক ভালো যাচ্ছে না। দুজনের মুখ দেখাদেখিও নাকি বন্ধ! শোনা যাচ্ছে, মুক্তিপ্রতীক্ষিত ‘নূর’ সিনেমাকে কেন্দ্র করেই তাদের এই স্নায়ুযুদ্ধ।
রায়হান রাফি নির্মিত ‘নূর’ সিনেমায় অভিনয়ের পাশাপাশি নির্বাহী প্রযোজকের দায়িত্বে শুভ। জানা গেছে, নিজের জায়গা থেকে সমস্ত দায়িত্ব পালন করেছেন তিনি। সেন্সর বোর্ডে ‘নূর’ আটকে গেলে শুভ নিজেই নাকি এগিয়ে এসেছেন। সেন্সরের আপত্তিকৃত অংশ সংশোধন করেছেন নিজ দায়িত্বে। তবুও নির্মাতা রাফি ব্যস্ত নিজের অন্যান্য ছবির মুক্তি ও নির্মাণের ঘোষণায়। আটকে যাওয়া ‘নূর’- এর মুক্তি নিয়ে তিনি নাকি তেমন আগ্রহ দেখাচ্ছেন না।
বিজ্ঞাপন
ঘটনার সত্যতা জানতে আরিফিন শুভ ও রাফির সঙ্গে কথা বলেছে ঢাকা মেইল। এ ব্যাপারে ঝেড়ে কাশেননি শুভ। তবে তার কথা শুনে আন্দাজ করা গেছে ‘ডাল মে কুচ কালা হ্যায়’। ‘নূর’ সিনেমার মুক্তির প্রক্রিয়া কতদূর— জানতে চাইলে শুভ বলেন, ‘আমার জায়গা থেকে আমি দায়িত্ব শেষ করেছি। ডাবিংসহ যা যা করার সব করেছি। এখন বাকিটা নির্মাতা জানেন। একটি সিনেমা মুক্তির বিষয়ে অভিনেতার না, নির্মাতারই জানার কথা তাই না? অতএব আমি মনে করি এ বিষয়ে তাকেই জিজ্ঞেস করা উচিত।’
এ নিয়ে আপনার সঙ্গে রাফির কোনো কথা হয়েছে কি না— জানতে চাইলেও এড়িয়ে যান শুভ । ছবির মুক্তি প্রক্রিয়া সম্পর্কে ফের রাফির সঙ্গে কথা বলতে বলেন।
তবে কি শুভর সঙ্গে রাফির কথা হচ্ছে না? রাফি কি ‘নূর’-এর মুক্তি নিয়ে অতটা চিন্তিত নন? উত্তর জানতে চাইলে বিরক্তি প্রকাশ করেন শুভ। তিনি বলেন, ‘এ ব্যাপারে আমি কী বলব? সিনেমাটির মুক্তির প্রসঙ্গ কথা বলতে চাইলে নির্মাতার সঙ্গে কথা বলুন। তিনিই বলতে পারবেন।’
শুভর কথামতো যোগাযোগ করা হয় রাফির সঙ্গে। ‘নূর’ প্রসঙ্গ আসতেই বিরক্তি প্রকাশ করে এ নির্মাতা বলেন, “এখন আমি ‘দামাল’ নিয়ে ব্যস্ত। এ মাসেই সিনেমাটি মুক্তি পাবে। সেকারণে এই মুহূর্তে ‘দামাল’ ছাড়া অন্যকিছু নিয়ে ভাবছি না।”
বিজ্ঞাপন
এই নির্মাতা ‘নূরের পরিবর্তে ‘দামাল’ নিয়ে কথা বলতেই আগ্রহ প্রকাশ করেন। কিন্তু ‘নূর’ নিয়েই ফের প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘সেন্সরের পক্ষ থেকে কিছু সংশোধনী দেওয়া হয়েছিল। আশা করছি এ সপ্তাহেই জমা দেব।’
শোনা যাচ্ছে, ছবিটি আটকে যাওয়ায় আপনার সঙ্গে আরিফিন শুভর সম্পর্কের অবনতি হয়েছে— উত্তরে বিষয়টি অস্বীকার করে ‘নূর’ নিয়ে ঝেড়ে কাশেন রাফি। তিনি বলেন, “না না এরকম কিছুই না। আমাদের সম্পর্ক ঠিকঠাক আছে। ‘দামাল’ মুক্তির পরপরই ‘নূর’ মুক্তি পাবে। সব ঠিক থাকলে ডিসেম্বরেই প্রেক্ষাগৃহেই আসতে পারে সিনেমাটি।”
‘নূর’ চলচ্চিত্রে নাম ভূমিকায় অভিনয় করেছেন আরিফিন শুভ। তার বিপরীতে রয়েছেন জান্নাতুল ফেরদৌস ঐশী। সিনেমাটি প্রযোজনা করেছে শাপলা মিডিয়া। অভিনয়ের পাশাপাশি সিনেমাটির নির্বাহী প্রযোজক হিসেবে রয়েছেন শুভ।
আরআর/আরএসও

