images

বিনোদন

দীপিকার সঙ্গে দুই বছর প্রেম, কে এই যুবক?

বিনোদন ডেস্ক

০৬ জুন ২০২৫, ১২:২৯ পিএম

বলিউড চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী দিপীকা পাড়ুকোন ক্যারিয়ারে সোনালি সময় পার করছেন। গত বছরের শেষদিকে মা হয়েছেন অভিনেত্রী। একের পর এক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়ে বক্স অফিসে নিজের অবস্থান ধরে রেখেছেন। অভিনয় জীবনে একাধিক বলি তারকার সঙ্গে সম্পর্কে জড়ালেও রণবীর সিংকে বিয়ে করেন। 

দীপিকার সঙ্গে সম্পর্কে জড়ালেও কোনো তারকাই তাদের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি। সম্প্রতি অভিনেত্রীর প্রথম প্রেমিক প্রাকাশ্যে আসায়া হঠাৎ করেই আলোচনায় দীপিকা। সিদ্ধার্থ কান্নানের একটি পডকাস্টে সাক্ষাৎকার দেন মুজাম্মিল ইব্রাহিম। দুই বছর ধরে দীপিকার সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল বলেই দাবি করেন। জানান, “সেই সময় সবে মাত্র মুম্বাইয়ে এসেছেন দীপিকা। অভিনয় জগতে নিজেকে প্রমাণ করার চেষ্টা করছেন। সেই সময় আমাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। দুই বছর আমাদের সম্পর্ক ছিল।”

reejkkhkh-ezgif.com-avif-to-jpg-converter

 ইব্রাহিমের ভাষ্য, ‘সেই সময় আমরা অনেক ছোট ছিলাম। হাতে টাকাপয়সা কম। তাই বৃষ্টি ভিজে রিকশায় বসে প্রেম করতাম। তারপর আমি একটা গাড়ি কিনলাম। দীপিকা খুব খুশি হয়েছিল। তারপর থেকে আর কোনোদিন রিকশায় বসে সময় কাটাতে হয়নি আমাদের।’ 

দীপিকার জন্মদিনের স্মৃতি উজাড় করে দেন ইব্রাহিম। তিনি বলেন, ‘এক ডিজে বন্ধু ছিলেন দীপিকার। সে কারণে একবার জন্মদিনে খুবই আনন্দ হয়েছিল। দীপিকার প্রিয় গান চালিয়ে খুব মজা করেছিলাম আমরা। তারপর থেকে ওর পছন্দই আমার কাছে প্রথম গুরুত্ব পেত।’

 

বিচ্ছেদের প্রসঙ্গ আসলে আজও যেন মন কাঁদে দীপিকার প্রাক্তনের। তবে সেই সময় নিজেই নাকি সম্পর্ক ভাঙেন। তিনি বলেন, “আজ আর আমাদের সম্পর্ক নেই। আমাকে কেউ চেনেও না।তবে আমি দীপিকার সবচেয়ে বড় অনুরাগী। ওর প্রতিটি সিনেমা হলে বসে দেখি। ও সত্যি খুব সুন্দর। সত্যি ও মহান। বিয়ের পরও মাঝেমধ্যে আমাদের কথা হয়েছে।’

ইএইচ/