শিগগিরই কোলজুড়ে নতুন অতিথির আগমন ঘটবে দীপিকা পাড়ুকোনের। তাই নিয়ে চলছে জোর প্রস্তুতি। রণবীর সিং ও দীপিকা দুজনেই গোছগাছে ব্যস্ত। তবে সন্তান আসার আগেই ঠিকানা বদল করে শাহরুখের কাছাকাছি থাকার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে।
জানা গেছে শিগগিরই বান্দ্রায় নতুন বাড়িতে উঠবেন রণদীপ দম্পতি। বাড়িটি বলিউড কিং শাহরুখের প্রাসাদ মান্নাতের কাছাকাছি। বাড়িটি আয়তনে ১১,২৬৬ বর্গফুট। এছাড়া রয়েছে ১৩০০ বর্গফুট অতিরিক্ত জায়গা।
বিজ্ঞাপন
আরও পড়ুন: ধর্ষণ রুখে দেওয়ার উপায় জানালেন শাবানা আজমি
আরও পড়ুন: মোমবাতি নয়, ধর্ষককে জ্বালিয়ে দাও: শুভশ্রী
বহুতল ভবনটির চারটি তলা নিয়েছেন রণবীর-দীপিকা। ১৬ থেকে ১৯ তলা পর্যন্ত এই বাড়ি কিনতে নিজেদের পকেট থেকে ১০০ কোটি রুপি গুনতে হয়েছে তাদের। তবে নতুন বাড়িতে দীপিকা ও রণবীর কবে উঠবেন তা এখনও জানা যায়নি।
এদিকে নতুন বাড়ির ভিডিও এরইমধ্যে ছড়িয়ে গেছে সামাজিক মাধ্যমে। অনুরাগীরা সে বহুতলের ভিডিওতে লাইক, কমেন্ট দিয়ে যেন আশ মেটাচ্ছেন। কেউ কেউ ইনস্টাগ্রামে প্রকাশ করা সে বাড়ির ভিডিও দেখেই চোখ জুড়াচ্ছেন।

