images

বিনোদন

টাকা ছাড়াও কি দেখা যাবে ‘ব্যাচেলর পয়েন্ট’?

বিনোদন ডেস্ক

০২ জুন ২০২৫, ০৩:১৯ পিএম

‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের মাধ্যমে তারুণ্যের উচ্ছ্বাস-উদ্দীপনা আর যাপিত জীবনকে হাস্যরসের মাধ্যমে পর্দায় তুলে ধরেন নাট্য নির্মাতা কাজল আরিফিন অমি। ২০১৮ সালে সম্প্রচার শুরু হয়েছিল ধারাবাহিকের। ইতোমধ্যেই অমি নির্মিত ধারাবাহিক চার সিজন শেষ হয়েছে। দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে আবারও সম্প্রচারে আসছে ‘ব্যাচেলর পয়েন্ট-৫’। 

গত চার পর্বের মতো এবারও দেখা যাবে মারজুক রাসেল, চাষী আলম, জিয়াউল হক পলাশ, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু, শিমুল শর্মা, সাইদুর রহমান পাভেল, ফারিয়া শাহরিন, লালিমাকে। তবে এবার প্রচার হবে ওটিটি প্লাটফর্মের বঙ্গ অ্যাপে। গতকালে সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন নির্মাতা অমি। 

bachelor-20221224190640_20241029_141409409

তবে কনটেন্ট-এর মান বিবেচনায় ব্যাচেলর পয়েন্ট এবার মুক্তি পাবে ওটিটি প্লাটফর্ম বঙ্গ অ্যাপে। নির্মাতা ভাষ্য, ‘আগের সিজনগুলো আমরা টিভি ও ইউটিউব স্ট্যান্ডার্ডে নির্মাণ করেছিলাম। গত দুই বছরে কিছু ওয়েব কনটেন্ট তৈরি করেছি। যা দর্শকরা ব্যাপক পছন্দ করেছেন। এসব কাজে আমার এক ধরনের সিনেমাটিক অভিজ্ঞতা হয়েছে। আর আমি চাই নতুন সিজনে আমার নির্মাণে সেই সিনেমাটিক অভিজ্ঞতার ছাপ থাকুক।’ 

এখানেই শেষ না ওই সংবাদ সম্মেলনে নির্মাতা বলেন, ‘আসন্ন কোরবানি ঈদের দিন বঙ্গ অ্যাপে একসঙ্গে দেখা যাবে নতুন ৮ এপিসোড। যারা পর্বগুলো আগে দেখতে চান তাদের ৪০ টাকায় সাবসক্রাইব করতে হবে।’ 

bp_20250526_152525188

নির্মাতার কথায় চিন্তার ভাজ ‘ব্যাচেলর পয়েন্ট’ সিরিজের ভক্তদের কপালে। তবে দর্শকদের জন্য আশার কথাও শুনিয়েছেন তিনি। অমি জানিয়েছেন, ‘প্রতি সপ্তাহের বৃহস্পতিবার এবং শুক্রবার রাতে ইউটিউব ও টেলিভিশনে দেখা যাবে ‘ব্যাচেলর পয়েন্ট’-সিজন ৫। ওটিটির সঙ্গে একইদিন রাত ৯ টায় বুম ফিল্মসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রথম এপিসোড রিলিজ পাবে এবং সাড়ে ৯ টায় চ্যানেল আইয়ের পর্দায় প্রথম এপিসোড দেখা যাবে।’  

ইএইচ/