আগামীকাল (গতকাল বুধবার) বিকেল ৫ টায় আসছে ‘ব্যাচেলর পয়েন্ট’- সিজন ৫-এর ফার্স্টলুক— গত মঙ্গলবার সামাজিক মাধ্যমে কাজল আরেফিন অমি ঘোষণাটি দিতেই উচ্ছ্বাস প্রকাশ করেন দর্শক। তাদের জমিয়ে রাখা উন্মাদনা মাথাচাড়া দেয় মন্তব্যের ঘরে।
পূর্বের কথা মোতাবেক গতকাল বুধবার প্রকাশ করা হয় ফার্স্ট লুক। অমি নিজের ফেসবুকেই উন্মুক্ত করেন সে ফার্স্টলুক। তবে সেখানে পাশা, হাবু, কাবিলা, শিমুলরা থাকলেও নেই ধারাবাহিকটির জনপ্রিয় চরিত্র শুভ। তবে শুভ চরিত্রটি না থাকলেও শূন্যস্থান পূরণ করেছে ভূত।
বিজ্ঞাপন
হ্যাঁ, ফার্স্টলুকের পোস্টারে শিমুল, কাবিলা, হাবু, পাশা চরিত্রগুলোর পাশেই রয়েছে ভূত। তবে কি ব্যাচেলর পয়েন্টে থাকছে ভূতের রহস্য? বিষয়টি উন্মোচন করেননি অমি।
তবে শুভর অনুপস্থিতি চোখে পড়েছে নেটিজেনদের। মন্তব্যের ঘরে বিষয়টি নিয়ে কথা বলেছেন তারা। অনেকের প্রশ্ন, শুভ কই? একজন লিখেছেন, বরিশাইল্লা শুভ ছাড়া ব্যাচেলর পয়েন্ট মানে লবণ ছাড়া তরকারি। তবে সেসব নিয়ে কোনো মন্তব্য করেননি অমি।
এদিকে শুভকে নিয়ে অমিকে প্রশ্ন করলে বলেন, শুভ কানাডা। তাকে কি কানাদা থেকে আনবেন জানতে চাইলে বলেন, তাকে আনতে চাইলেও তো কানাডা থেকে আনতে পারছি না।
বিজ্ঞাপন
শুভ চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মিশু সাব্বির। তার ফেসবুকে চোখ রাখলেই বোঝা যায়, সম্প্রতি তিনি কানাডা আছেন। সে কারণেই নির্মাতার এমন উত্তর।
‘ব্যাচেলর পয়েন্ট’-এর আগের সিজনগুলোতে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, চাষী আলম, মিশু সাব্বির, সাবিলা নূর, সানজানা সরকার রিয়া, ফারিয়া শাহরিন, সুমন পাটোয়ারি, শরাফ আহমেদ জীবন, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু, পাভেল, শিমুল, পারসা ইভানা প্রমুখ।

