images

বিনোদন

২৪ বছরের বড় টাবুর সঙ্গে অন্তরঙ্গ দৃশ্য, যা বললেন অভিনেতা

বিনোদন ডেস্ক

২৭ মে ২০২৫, ১০:২১ এএম

বলিউড অভিনেত্রী টাবু ও ইশান খট্টর অভিনীত ওয়েব সিরিজ ‘এ সুইটেবল বয়’ মুক্তির পর বেশ প্রশংসা কুড়িয়েছে তারকা জুটি। এ সিনেমায় ২৪ বছরের বড় অভিনেত্রীর সঙ্গে জুটি বেঁধেছিলেন ইশান। দুইজনের রোমান্স দেখে মুগ্ধ হয়েছেন সিনেমাপ্রেমীরা। সম্প্রতি ‘এ সুইটেবল বয়’ ওয়েব সিরিজে অভিনেত্রী টাবুর সঙ্গে অন্তরঙ্গ দৃশ্য নিয়ে মুখ খুলেছেন অভিনেতা। 

ফিল্ম ফেয়ারে সেরা আলিয়া, 'গাঙ্গুবাই'-এর বাজিমাত

সম্প্রতি ভারতীয় বিনোদন সংবাদমাধ্যমে এক সাক্ষাৎকার টাবুর সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যের বিষয়ে অভিনেতা বলেন, ‘আমি মনে করি ছবির সফলতার পেছনে পুরো কৃতিত্ব চিত্র্যনাট্যকারের। যদি টাবু আর আমি অন্য কোনো গল্পে, অন্য কোনো ছবিতে জুটি বাঁধে কাজ করতাম সেখানেও আমরা বয়সের পার্থক্য উপেক্ষা করতাম। আমরা বয়সের দিকে মনোযোগ দেইনি। বয়সের দিকে মনোযোগ দিলে হয়তো বেমানান মনে হতো। গল্পের প্রয়োজনে অন্তরঙ্গ দৃশ্যে কাজ করতে হয়েছে।’

280720033320-5f1ff7e829ddea-suitable-boy-(1)

ওই সাক্ষাৎকারে অভিনেত্রীর সঙ্গে কাজের অভিজ্ঞতার কথাও জানিয়েছেন ইশান। অভিনেতার ভাষ্য, ‘টাবুর মতো অভিনেত্রী প্রসঙ্গে কিছু বলার আছে বলে মনে হয় না। আমি তার সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ের সময় এক্কেবারে ঘাবড়াইনি। স্বচ্ছন্দেই অভিনয় করছি। টাবু জানতেন উনি সহজেই বুঝতে পারবেন আমি কী করছি। তার মতো অভিনেত্রীর সঙ্গে কাজের মজা এটাই বাড়তি করে কোনো কষ্ট করতে হয় না। আমাদের কখনই কোনো দৃশ্যে নিয়ে কথা বলতে হয়নি।’

প্রভাসের ভয়ে পিছিয়ে গেলেন অজয়!

ইশান জানান, শুটিং সহজ করে দিতে নানান বিষয়ে কথা বলতেন। যেমন, তুমি দুপুরে কী খাও, এইসব নানান অপ্রাসঙ্গিক বিষয়। অভিনেতার কথায়, আমি দেখেছি উনি কীভাবে চোখ দিয়ে অভিনয় করে ফেলেন। টাবু খুব দুষ্টু, সেটে কিন্তু আবার এক্কাবারে শিশুর মতো। উনি রসিকতা করতে পারতেন। তারপরে হঠাৎ করেই চরিত্রের মধ্যে ঢুকে পড়েন।’

photographer-embargoed-suitable-publication-picture-episode-programme_4b033518-1436-11eb-9690-b19a1ecf710b

বলে রাখা ভালো, ২০২০ সালে মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ ‘এ সুইটেবল বয়’-এ টাবু-ইশান ছাড়াও অভিনয় করেছেন তানিয়া মানিকতলা, শাহানা গোস্বামী, রাজভি, মাহিরা কক্কর। পরিচালনা করেছিলেন মীরা নায়ার।  

ইএইচ/