রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ফিল্ম ফেয়ারে সেরা আলিয়া, ‘গাঙ্গুবাই’-এর বাজিমাত

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৩, ০৪:২৩ পিএম

শেয়ার করুন:

ফিল্ম ফেয়ারে সেরা আলিয়া, ‘গাঙ্গুবাই’-এর বাজিমাত

সঞ্জয় লীলা বানসালির ‘গাঙ্গুবাই’ ছবিতে অন্য এক আলিয়া ভাটকে পেয়েছিল দর্শক। শিশুসুলভ চেহারার আলিয়াকে সিনেমাটিতে পোড় খাওয়া নারীর রূপে দেখা গিয়েছিল এ ছবিতে। সিনেমাপ্রেমীরা মুগ্ধ হয়েছিলেন তার এ রূপে। ব্যবসায়ীকভাবে সফল ছিল ছবিটি। এবার চলচ্চিত্রটি আলিয়াকে এনে দিল সেরা অভনেত্রীর পুরস্কার।

বুধবার (২৬ এপ্রিল) মুম্বাইয়ের জিও কনভেনশন সেন্টারে হয়ে গেল এ বছরের ফিল্ম ফেয়ার পুরস্কার প্রদানের অনুষ্ঠান। এবারের ফিল্ম ফেয়ারের সেরা অভিনেত্রীর পুরস্কার অর্জন করেছেন আলিয়া।


বিজ্ঞাপন


সবচেয়ে বড় চমক ছিল সালমান খানের সঞ্চালনা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউডের প্রায় সবাই। ২০২২ সালের সেরা ছবিগুলো জন্যই পুরস্কার দেওয়া হলো।

সেরা ছবি- গঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি, বেস্ট ছবি (ক্রিটিক)- বাধাই দো, সেরা অভিনেতা- রাজকুমার রাও (বাধাই দো), সেরা অভিনেত্রী- আলিয়া ভাট (গঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি), সেরা অভিনেতা (ক্রিটিক)- সঞ্জয় মিশ্র (বধ), সেরা অভিনেত্রী (ক্রিটিক)- টাব্বু (ভুল ভুলাইয়া), ভূমি পেডনেকর (বাধাই দো), সেরা পরিচালক- সঞ্জয় লীলা বনশালি (গঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি)

সেরা সহ-অভিনেতা- অনিল কাপুর (যুগযুগ জিও), সেরা সহ-অভিনেত্রী- শিবা চাড্ডা (বাধাই দো), লাইফটাইম অ্যাচিভমেন্ট- প্রেম চোপড়া, সেরা সংগীত- প্রীতম (ব্রহ্মাস্ত্র), সেরা গায়ক- অরিজিৎ সিং (কেসরিয়া ), সেরা গায়িকা- কবিতা শেঠ (রঙ্গিসারি), সেরা সিনেম্যাটোগ্রাফি – সুদীপ চট্টোপাধ্যায়, (গঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি)। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর