images

বিনোদন

ঘর ভাঙছে যশ-নুসরাতের!

বিনোদন ডেস্ক

২১ মে ২০২৫, ১১:০৭ এএম

সম্প্রতি মুক্তি পেয়েছে টলিউড তারকা জুটি যশ-নুসরাতের ‘আড়ি’ ছবি। মুক্তির পর ইতিবাচক সাড়াও পেয়েছেন। এরইমধ্যে গুঞ্জন উঠেছে দূরত্ব বাড়ছে তাদের! দাম্পত্য জীবনে ভাঙনের সুর! সেই গুঞ্জনের আগুনে ঘি ঢেললেন এ টলি তারকা জুটি। 

যশ-নুসরাতের ভালো থাকার কারণ তাহলে এই

জানা গেছে, সামাজিকমাধ্যম থেকে একে অন্যকে আনফলো করেছেন। নিজেদের ফলোয়িং তালিকাতে তাদের দেখা যাছে না। তবে আগের মতোই একসঙ্গে ছবি, ভিডিও সবই রয়েছে। একে অপরকে ট্যাগ করে পোস্ট করছেন। তাহলে এমন কী হলো, যার জন্য একজন অন্যজনকে আনফলো করলেন?  

nusrat-jahan-20230306101632

তারকা জুটির অনুরাগীদের অনেকেই মনে করছেন, এটা আসলে কোনো প্রমোশনাল স্টান্ট! তবে আনফলো বা দূরত্ব বাড়ার বিষয়ে এখনই মুখ খুলতে নারাজ এ জুটি। 

বলে রাখা ভালো, এর আগে দেবের ‘খাদান’ ছবি মুক্তির পর সামাজিকমাধ্যমে আনফলো করেছিলেন রুক্মিণী। সেই সময় তাদের মধ্যে দূরত্বের কথা শোনা যায়। যদিও সেই গুঞ্জন উড়িয়ে দিয়ে কয়েকদিন পরেই একসঙ্গে দেখা হাজির হয়েছিলেন। তবে কি যশ-নুসরতের ক্ষেত্রেও তেমনটাই হয়েছে? 

'শিকার'-এ যাচ্ছেন নুসরাত-যশ!

টলিউডের অন্যতম চর্চিত জুটি যশ-নুসরত। পুত্র ঈশানকে নিয়ে সুখের সংসার তাদের। কাজ ছাড়া বেশিরভাগ সময় একে অপরের সঙ্গে খুনসুটিতে মেতে থাকেন। সামাজিকমাধ্যমে ভাগ করেন তাদের অনন্দঘন মুহূর্ত। 

ইএইচ/