রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

যশ-নুসরাতের ভালো থাকার কারণ তাহলে এই

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৮ মে ২০২৩, ১০:২০ এএম

শেয়ার করুন:

যশ-নুসরাতের ভালো থাকার কারণ তাহলে এই

যশ ও নুসরাত জাহানের প্রেমকাহিনি টলিপাড়ায় সর্বাধিক চর্চিত। ছবির সেট থেকেই প্রথম কাছাকাছি আসা। বিবাহিত নুসরাতের প্রেম পেয়েছিল পরকীয়ার তকমাও। এরপর নানা বিতর্কে জড়ালেও একে অপরের হাত তারা কখনও ছাড়েননি। প্রকাশ্যে নিজেদের সম্পর্ক নিয়ে সকল চর্চাকে এড়িয়ে গিয়েছেন একটা সময়। না কেবল বিয়ে ভেঙে সম্পর্কে আসা নয়, সঙ্গে খবর ছড়িয়ে পড়ে নুসরাত জাহান অন্তঃসত্ত্বা। তা নিয়েও শুরু হয়ে যায় নানান জল্পনা। কটাক্ষের শিকার হতে হয় তাদের বারবার। যদিও সম্পর্কের মাঝে আসতে থাকা ঝড় কীভাবে সামাল দিতে হয়, তা তাদের খুব ভালো করেই জানা। তবেই তো সকলের সামনেই তারা একসঙ্গে সংসার করে প্রমাণ করে দিলেন, মনের মানুষকে কাছে পেলে যে কোনও কঠিন পরিস্থিতিই অনায়াসে পেরিয়ে যাওয়া যায়।

সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় তারা। তাই তাদের পোস্ট ও প্রেমকাহিনিকে নজরে রাখতে নিত্য ভক্তদের আনাগোনা লেগেই থাকে তাদের ফেসবুক-ইনস্টা পেজে। তবে সম্পর্কের কথা খুব একটা প্রকাশ্যে আলোচনা করতে পছন্দ করেন না এই জুটি। যদিও নুসরাতের শোয়ে এসে অনেক কিছু উগরে দিয়েছিলেন যশ। যে তালিকা থেকে বাদ পড়েনি তাদের সম্পর্কের সমীকরণ। কীভাবে আজও এত মজবুত এই জুটির সম্পর্ক?


বিজ্ঞাপন


যশের কথায় যেকোনো সম্পর্ক মজবুত হতে গেলে তার জন্য প্রয়োজন স্বচ্ছতা। তিনি বলেছিলেন, কোনো সম্পর্কের মাঝেই তৃতীয় ব্যক্তির আসা উচিত নয়। যে যেকোনো সম্পর্কেই হোক না কেন। অন্য ব্যক্তি যেই হোক না কেন, তিনি ঢুকে পড়লেই সমস্যা। বাবা-ছেলের সম্পর্কের মাঝেও চান না মা ঢুকুক। এটাই যশের কথায় সঠিক অভ্যাস হওয়া উচিত। তিনি নিজের সম্পর্কের ক্ষেত্রেও ঠিক সেই অভিজ্ঞতাটা কাজে লাগাতে চান। আর তার জেরেই আজও এই জুটি সব বিতর্কের ঊর্ধ্বে গিয়ে ভালো আছেন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর