images

বিনোদন

মোশাররফের ‘চক্কর ৩২০’ মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ায়

বিনোদন ডেস্ক

২১ মে ২০২৫, ১০:২১ এএম

ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল শরাফ আহমেদ জীবন পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘চক্কর ৩০২’ । এই সিনেমায় অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। মুক্তিপ্রাপ্ত ক্রাইম থ্রিলার সিনেমাটি দেশে বেশ সাড়া ফেলেছিল। এবার সিনেমাটি মুক্তি পাচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা নিজেই।

অভিনেতার 'চক্করে' পরিচালক

গতকাল মঙ্গলবার গণমাধ্যমকে শরাফ আহমেদ জীবন বলেন, ‘ছবিটির গল্প ও অভিনয় মানুষকে ধীরে ধীরে স্পর্শ করছে। এরই প্রেক্ষিতে এবার ছবিটি অস্ট্রেলিয়ায় মুক্তি পেতে যাচ্ছে। আমি আশা করছি অস্ট্রেলিয়াপ্রবাসী বাঙালি দর্শকরা ছবিটি উপভোগ করবেন।’  

Screenshot_2025-05-21_102338

২৫ মে অস্ট্রেলিয়ায় ৬ টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে মোশাররফ করিম অভিনীত সিনেমা 'চক্কর-৩০২' । বঙ্গজ ফিল্মস-এর পরিবেশনায় অস্ট্রেলিয়ার সিনেমাটির ৭ টি শো চলবে বলে জানা গেছে। 

মোশাররফ করিমের ছাত্রী ছিলেন সংগীতশিল্পী কনা

মোশাররফ করিম ছাড়া এ সিনেমায় আরও অভিনয় করেছেন রিকিতা নন্দিনী শিমু, তারিন জাহান, ইন্তেখাব দিনার, সুমন আনোয়ার, মুন, বুশরা, শান, আরিয়ান, মৌসুমী নাগ, শাশ্বত দত্ত, রওনক হাসান, সারাহ আলম প্রমুখ।

ইএইচ/