আজকাল সাধারণ মানুষ কিংবা শোবিজ তারকা প্রায় সবাই সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। নেটিজেনরাও খোঁজ রাখেন তাদের প্রিয় তারকাদের। তারকার ছোটবেলা কেমন ছিল, কোথায় পড়ালেখা করেছেন, কীভাবে শোবিজে অভিষেক এবং জীবন সংগ্রামের গল্পও জানতে চান তারা।
আপনি জানলে অবক হবেন, অভিনয়ে আসার আগে একটি কোচিং সেন্টারের ইংরেজি ও বাংলার শিক্ষক ছিলেন দর্শকপ্রিয় অভিনেতা। এমনকি জনপ্রিয় শিল্পী দিলশাদ নাহার কনার শিক্ষক ছিলেন তিনি। তখনও তারকা খ্যাতি পাননি তিনি। বলছি জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের কথা।
বিজ্ঞাপন
কনা এক সাক্ষাৎকারে জানিয়েছেন, মোশাররফ করিম তার ইংরেজি শিক্ষক ছিল। তিনি ইংরেজিতে পড়তে ভয় পেতেন তবে মোশাররফের চেষ্টায় সেই ভয়কে জয় করেন গায়িকা।
আসছে রোজার ঈদে মুক্তি পাবে ‘চক্কর ৩০২’। ঈদের পরপরই বাংলা নববর্ষ। সেই উৎসবেও প্রেক্ষাগৃহে থাকবেন মোশাররফ করিম। নির্মাতা ফজলুল কবির তুহিন জানান, পহেলা বৈশাখ উপলক্ষে ‘বিলডাকিনি’ মুক্তির পরিকল্পনা আছে। তবে এর আগে কয়েকবার তারিখ ঠিক করেও মুক্তির সিদ্ধান্ত থেকে সরে আসেন নির্মাতা। সবশেষ গত ২৪ জানুয়ারি মুক্তির কথা ছিল সিনেমাটি।
এ ছাড়াও মোশাররফ করিমকে ঈদুল ফিতরের ডজন খানেক নাটকে দেখা যাবে বলে জানা গেছে।
বিজ্ঞাপন
ইএইচ