বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ঢাকা

অভিনেতার ‘চক্করে’ পরিচালক

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২ মার্চ ২০২৫, ০৫:২৩ পিএম

শেয়ার করুন:

অভিনেতার 'চক্করে' পরিচালক

দুইদিনের দুনিয়ায় কখন কে কার চক্করে পড়ে কেউ বলতে পারে না। গেল বছর শোনা গিয়েছিল পরিচালকের চক্করে পড়েছেন এক অভিনেতা। এবার জানা গেল ওই অভিনেতার চক্করে পড়েছেন পরিচালক। 

ঘাবড়ানোর কিছুই নেই। বলছিলাম ঈদে মুক্তিপ্রতিক্ষীত সিনেমা ‘চক্করে’র কথা। সম্প্রতি এর একটি অ্যানাউন্সমেন্ট টিজার প্রকাশ পেয়েছে। যেখানে বেশ নাটকীয়ভাবে দেখানো হয়েছে ছবির পরিচালক শরাফ আহমেদ জীবন চক্করে পড়েছেন অভিনেতা মোশাররফ করিমের। 


বিজ্ঞাপন


g

অ্যানাউন্সমেন্স টিজারটি মন কেড়েছে নেটিজেনদের। সেখানে দেখা গেছে, পরিচালক জীবনকে বেঁধে রেখে পাশে বসে বাদাম খাচ্ছেন মোশাররফ। মুখ স্কচটেপ এবং দুই হাত চেয়ার পেছেন বাঁধা পরিচলকের।

প্রমোশনাল ভিডিওতে দেখা যায়, মোশাররফ করিম অনেকটা বিরক্ত হয়ে জীবনকে বলেন, ‘তুমি অনেক যন্ত্রণা দিয়েছ আমাকে। এজন্য আটকে রাখা হয়েছে। বারবার জীবন তার বাঁধন খুলে দিতে বললে কোনোভাবে মোশাররফ করিম রাজি হন না। একপর্যায়ে মুখে লাগানো স্কচটেপ খুলে দিয়ে মোশাররফ করিম বলেন, সিনেমা রিলিজ দেওয়া তোমার দায়িত্ব, দিচ্ছ না কেন? আমি অভিনেতা। সব কাজ করে দিয়েছি। এখন তুমি টিজার, গান রিলিজ আরও যা আছে সেগুলো দিচ্ছ না কেন?’

dgfdg


বিজ্ঞাপন


সবশেষে মোশাররফ করিম জীবনকে আবার মুখ আটকে দিয়ে বলেন, ‘ঈদে চক্কর রিলিজ হবে, প্রমোশন হবে কিন্তু জীবন তোমার রিলিজ নাই।’

চক্কর সিনেমার পরিচালক শরাফ আহমেদ জীবন বলেছেন, ‘চক্কর’র মানবিক স্পর্শ ও থ্রিলার গল্পের ছবি। মানুষ দেখা শুরু করলে গুড এক্সপেরিয়েন্স পাবে।

fdgdfg

এ সিনেমায় ইন্সপেক্টর মইনুল চরিত্রে দেখা যাবে মোশাররফ করিমকে। সরকারি অনুদানে নির্মিত সিনেমাটির প্রযোজনায় করেছেন কারখানা প্রোডাকশন্সের এবং সহ-প্রযোজনায় গামাফ্লিক্স।

‘চক্কর ৩০২’ হলো শরাফ আহমেদ জীবন পরিচালিত প্রথম চলচ্চিত্র। এর আগে তিনি মোস্তফা সরয়ার ফারুকীর ছবিয়ালে সহকারী হিসেবে কাজ করেছেন।

ইএইচ/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর