images

বিনোদন

মা দিবসে শাকিবের মায়ের ছবি দিলেন বুবলী, নেটিজেনরা বললেন আদিখ্যেতা

বিনোদন ডেস্ক

১১ মে ২০২৫, ০৫:১৭ পিএম

একজন মা যেভাবে তার সন্তানকে যত্ন ও ভালোবাসা দিয়ে বড় করে তোলেন, সে ঋণ কোনো দিনই শোধ করা যাবে না। তবুও সন্তান মায়ের এই মমতার উত্তরে নিজেদের ভালোবাসার কথা জানাতে চায়। মায়ের প্রতি ভালোবাসা ও যত্নকে উদযাপন করতে মা দিবসের প্রত্যাবর্তন।  

শাকিবের 'বরবাদ'-এর পাশে বুবলী, নীরব অপু বিশ্বাস

প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার মা দিবস পালন করা হয়। যুক্তরাষ্ট্রে দিবসটির সূচনা হলেও বর্তমানে আন্তর্জাতিকভাবে সারা বিশ্বেই পালিত হয়। আজ রোববার (১১ মে) বিশ্ব মা দিবস। বিশ্বের প্রতিটি দেশে ঘটা করে দিবসটি পালন করা হয়। এই দিনে সবাই মাকে নিয়ে বিশেষ অনুভূতি ব্যক্ত করে থাকেন। রুপালি পর্দার তারকারাও তার ব্যতিক্রম নন। ঢালিউড অভিনেত্রী শবনম বুবলী সেই অনুভূতি ব্যক্ত করেছেন সামাজিক মাধ্যমে। 

495577561_1281148706701723_5204869004832136581_n

আজ রোববার বিকাল সাড়ে ৩টায় এক পোস্টে দুইজন নারীর ছবি দিয়ে অভিনেত্রী লিখেছেন, ‘এ দুইজন সবচেয়ে সুন্দর, পরিশ্রমী এবং স্নেহময়ী মা!’ এর পাশেই হার্ট সহ হাসি মুখের ইমোজি ব্যবহার করেছেন।’  ছবির বাম পাশে ঢালিউড কিং শাকিব খানের মা। তারপাশেই অভিনেত্রীর মা। 

ঢালিউড চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী আরও লিখেছেন, ‘আল্লাহ যেন আপনাদের সবসময় সুস্থ রাখেন।’ এরপরই দুইহাত জোড়া একটি ইমোজি ব্যবহার করেছেন বুবলী। আল্লাহ কাছে দুই হাত তুলে দোয়া করতে ব্যবহার করে এই ইমোজি। 

শাকিব খানের বাবা-মা খুব সহজ সরল: বুবলী

সর্বশেষ তিনি লিখেছেন, ‘পৃথিবীর সব মায়েদের প্রতি রইল মা দিবসের আন্তরিক শুভেচ্ছা।’

এদিকে অভিনেত্রীর পোস্টে শাকিব খানের মায়ের ছবি দেওয়ায় মিশ্র প্রতিক্রিয়া নেটিজেনদের। কেউ কেউ অভিনেত্রীকে কটাক্ষ করে লিখেছেন আবারও আদিখ্যেতা শুরু করেছেন। একজন লিখেছেন, ‘বুবলী আরও যে কত কি করবে শাকিবকে পাওয়ার জন্য! মা নিয়েও তেলবাজি।’ অন্য একজন লিখেছেন, ‘শাকিবের কাছে ভালো হওয়ার নাটক।’

অন্যদিকে অভিনেত্রী অনুসারীদের একাংশ ‘মা দিবসে’র শুভেচ্ছা জানিয়েছে। একজন লিখেছেন,‘আপনার আম্মুরা অনেক বছর বেঁচে থাকুক দোয়া করি।’ অন্য একজন লিখেছেন, ‘আল্লাহ ওনাদের নেক হায়াত দান করুক।’ 

ইএইচ/