রোববার, ৩০ মার্চ, ২০২৫, ঢাকা

শাকিবের ‘বরবাদ’-এর পাশে বুবলী, নীরব অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৫ মার্চ ২০২৫, ০২:১৫ পিএম

শেয়ার করুন:

loading/img

শাকিব খান সম্পর্কের সুতা কেটে দিলেও ভুলতে পারেননি অপু বিশ্বাস ও শবনম বুবলী। সন্তানের পিতার জন্য আগের মতোই ভালোবাসা প্রদর্শন করেন তারা। বিভিন্ন সংকটে শাকিবের হয়ে সরব হন। তবে এবার ব্যাতিক্রম। ‘বরবাদজনিত জটিলতায় বুবলী সরব হলেও নিশ্চুপ অপু। 

ঈদে মুক্তিপ্রতিক্ষিত ‘বরবাদকে আনকাট ছাড়পত্র দিতে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড আপত্তি জানাতেই সরব হয়েছেন বুবলী। ‘বরবাদ’ নিয়ে জটিলতার অবসান চেয়ে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছেন।


বিজ্ঞাপন


বুবলী আজ মঙ্গলবার নিজের ফেসবুকে লিখেছেন, ‘একটি সিনেমা তৈরির পেছনে অনেক স্বপ্ন থাকে, থাকে প্রযোজক, নির্মাতা, শিল্পী, কলাকুশলীদের অক্লান্ত পরিশ্রম । সেই স্বপ্ন পূরণ হয় এবং সবার পরিশ্রম সার্থক হয় যখন বড়পর্দায় একটু একটু করে বহুদিন ধরে একরাশ আশা নিয়ে তৈরি করা সিনেমাটা সবাই দেখতে পায়!’

এরপর লেখেন, ‘‘আমরা ঈদের সিনেমা ‘জংলি যেমন দর্শকদের দেখাতে চাই তেমনি ‘বরবাদ’, ‘দাগি’, ‘জ্বীন’, ‘চক্কর’সহ ঈদের মুক্তির অপেক্ষায় থাকা সব সিনেমা চাই দর্শক দেখতে পাক।’’

সবশেষে আশাবাদী বুবলী লিখেছেন, ‘‘আশা করছি ‘বরবাদ’ সিনেমা নিয়ে সকল জটিলতার সুন্দর সমাধান হবে এবং যেভাবে ‘বরবাদ টিম তাদের সিনেমাটি সবাইকে দেখাতে চেয়েছে সেভাবেই দেখতে পাব।’’

বুবলী ছাড়াও বরবাদের পাশে দাঁড়িয়েছেন সিয়াম আহমেদ, ইমরান মাহমুদুলসহ অনেকে। কিন্তু এ নিয়ে এক লাইনও লেখেননি শাকিবের প্রাক্তন স্ত্রী অপু। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর