images

বিনোদন

আমি আগে নামাজ শেষ করি, তারপর কাজ: লুবাবা 

বিনোদন ডেস্ক

১১ মে ২০২৫, ০২:৩৬ পিএম

সামাজিক মাধ্যম থেকে বোঝা যায় শিশুশিল্পী সিমরিন লুবাবার জীবন আচারে পরিবর্তন এসেছে। আজকাল তাকে ধর্মীয় পোশাকে আবৃত থাকতে দেখা যায়। নিজেও জানিয়েছেন ইসলামী নিয়ম অনুসারে পথ চলছে সে। এবার লুবাবা জানাল ধর্ম করমের সে এতটাই কঠোর যে যেকোনো পরিস্থিতিতে আগে নামাজ সেরে কাজে হাত দেয় সে।

সামাজিক মাধ্যমে এ নিয়ে একটি পোস্ট দিয়েছে লুবাবা। সেখানে লিখেছে, আমার এই পরিবর্তন ১ বছরের মতো। আমি অনেক ভিডিওতে বলেছি, দিস চেঞ্জ জাস্ট ফর আল্লাহ। মানুষ দেখানো না। 

495283942_1234219112036885_8616406952523666323_n

এরপর লুবাবা লিখেছে, আমি যেই ব্রান্ডগুলোর সাথে কাজ করি তারা জানেন, যদি কখনও কাজের মাঝে নামাজের সময় হয়, আমি আগে নামজ শেষ করি, তারপর কাজ। যেই ব্রান্ড গুলো আমাকে এই লুকে নিয়ে কাজ করতে রাজি হয় আমি যাস্ট ওইসব ব্রান্ডগুলো হয়েই কাজ করছি। 

নিজেকে ইসলামিক কনটেন্ট ক্রিয়েটর হিসেবে গড়তে চায় লুবাবা। তার কথায়, আমি নিজেকে সামনে একজন ইসলামিক কনটেন্ট ক্রিয়েটর হিসাবেই মেক করব। ইফ এটা না পারি আমি এই মিডিয়া ছেড়ে দেব। আমি চাই না আমার থেকে কেউ খারাপ শিক্ষা নিক।

484993440_1187614390030691_2302085368244503311_n_20250320_132952910

লুবাবার ভাষ্য, আমি অনেক ছোট্ট একটি মেয়ে। এই আলো ঝলমলে লাইফ থেকে, আজ আমি নিজেকে অনেক চেঞ্জ করেছি। কিন্তু গুটি কয়েক মানুষ আমার পেছনে লেগেই আছে। যখন যা মন চায় আমাকে নিয়ে  মিথ্যা বলে। আমি সবসময় এড়িয়ে যাই। মাঝেমাঝে বাধ্য হই কিছু লিখতে।

সবশেষে লুবাবা লিখেছে, তবুও আমার ভুল হলে আমাকে মাফ করবেন। আর আমাকে প্লিজ আমার মতো হয়ে চলতে দিন। আলহামদুলিল্লাহ আমি আমার লাইফ নিয়ে ভালো আছি।