বিনোদন ডেস্ক
০৮ মে ২০২৫, ০২:৪৯ পিএম
ছোটপর্দার পরিচিত মুখ শামীম হাসান সরকারের বিরুদ্ধে গত সোমাবার নারী সহকর্মীকে ধর্ষণের হুমকি, গায়ে হাত তোলা ও মাদক সেবনের অভিযোগ করেন অভিনেত্রী প্রিয়াঙ্কা। এরপর দিন মঙ্গলবার সংবাদ সম্মেলনে অভিনেতা বলেন শুটিং সেটে এসে প্রিয়াঙ্কা শুধু রিলস ও টিকটক নিয়েই ব্যস্ত থাকেন। এ অবস্থা দেখে তাকে গালাগালি করলেও ধর্ষণের হুমকি, গায়ে হাত তোলার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেন শামীম।
শামীমের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, যা বললেন অভিনেতা
১০ বছরের অভিনয় জীবন অভিনেতার। শুটিং সেটে বিভিন্ন কারণে রাগারাগির ঘটনা ঘটে তবে কোনো সহাকর্মীর গায়ে হাত তোলার অভিযোগ অস্বীকার করেন শামীম। তিনি বলেন, ‘কেউ যদি প্রমাণ করতে পারে তাহলে মিডিয়া ছেড়ে দেব।’

অভিনেতার মাথার ওপর নারী সহকর্মীকে ধর্ষণের হুমকির অভিযোগ। এ মুহূর্তে পরিবার থেকে কোনো চাপ পাচ্ছেন কি না এমন প্রশ্নের জবাবে অভিনেতা বলেন, ‘প্রশ্নই আসে না। কারণ, আমার পরিবার তো জানে আমি কেমন। আমার পরিবার শিক্ষিত। তারা বোঝে। আমি অন্য বিষয়ে দুষ্টুমি করতে পারি কিন্তু মেয়েলি বিষয় আমার কোনো রিপোর্ট নেই। এছাড়া মাস দেড়েক আগে আমি বিয়ে করেছি। আমার স্ত্রী জেনেশুনেই আমাকে বিয়ে করেছে। পরিবার থেকে কোনো চাপ নেই। তারা আমার সঙ্গেই আছেন।’
শুটিংয়ে গাঁজা সেবনের অভিযোগ, যা বললেন শামীম
শুটিং সেটে মাদক সেবন, ধর্ষণের হুমকি, সহকর্মী গায়ে হাত তোলার অভিযোগ যদি মিথ্যা হয় তাহলে কি কোনো ব্যবস্থা নেবেন কি না তাও জানিয়েছেন শামীম। গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমি জানি না তার মটিভটা কি। তবে ভিডিও দেখে বেশিরভাগ মানুষ বলছে তিনি কারও প্ররোচিত হয়ে এগুলো করেছে। যেহেতু তিনি আমার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। আমারও তো পরিবার আছে। মানসম্মান আছে। যদি প্রয়োজন হয় তাহলে আমি অবশ্যই আইনি ব্যাবস্থা নেব।’
সর্বশেষ কাজের ফিরিস্তি দিয়ে অভিনেতা বলেন, ‘সামনে ঈদের জন্য প্রায় ৬/৭টি নাটকে কাজ করব। এরইমধ্যে তিনটি কাজ শেষ করেছি। আর কয়েকটা কাজ হাতে আছে সেগুলো টানা শেষ করব।’
ইএইচ/