ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকার প্রাণবন্ত অভিনয় দিয়ে তরুণ প্রজন্মের দর্শকদের মন জয় করেছেন। সামাজিক মাধ্যমে বিভিন্ন ইস্যুতে সরব তিনি। এবার অভিনেতার বিরুদ্ধে সহকর্মীকে যৌন হেনস্তার অভিযোগ উঠেছে। তবে বিষয়টি অস্বীকার করেছেন অভিনেতা।
গতকাল মঙ্গলবার (৬ মে) রাত ৯টার দিকে অভিযোগ নিয়ে সংবাদকর্মীদের সঙ্গে কথা বলেন অভিনেতা শামীম। তার দাবি করেন সহশিল্পীকে কোনো যৌন হেনস্তা করেননি তিনি। এমনকি সেটে কোনো ধরনের মাদকও সেবন করেননি।
বিজ্ঞাপন
শামীম হাসান সরকারের স্ত্রী কে এই আফসানা প্রীতি?
ওই সাক্ষাৎকারে গণমাধ্যমকে তিনি বলেন, ‘সেটে আপনি রিলস-টিকটক করতেই পারেন। সেটি আপনার ব্যাপার। আবার ধূমপানও করতে পারে, সেটিও তার ব্যাপার। এখন আপনি ধূমপান করেন সেটে, টিকটক-রিলসও করেন, আমিও ধূমপান করি। এখন আপনি কয়েকবার শুটিংয়ে শট দিলেন, পরিচালক বললেন যে, ‘আপনার মন নেই। আপনি আগে ব্রিফ শুনেন, তারপর অভিনয় করেন।’

অভিনেতা যোগ করেন, ‘এর কয়েক মিনিট পর আমার পালা। তখন আমি রাগ করলাম। বিষয়টি এমন নয় একবার ভুল করেছে তাই রাগ করা। অনেকবার হওয়ার পরে তাকে বলি, তোমার কি কাজে মন নেই? মনটা কোথায় তোমার? কাজ করতে এসেছ, নাকি টিকটক-রিলস করতে এসেছ? নাকি আমাদের সঙ্গে নাটক করতে এসেছ। আমারও তো বাসায় যেতে হবে। ওইটা আমার সপ্তম বা অষ্টম সিন ছিল মনে হয়।’
বিজ্ঞাপন
অবশেষে বিয়ে করলেন অভিনেতা শামীম হাসান সরকার
গতকাল সেটে যা হয়েছে তা প্রত্যাশা ছিল না। হয়তো আমার ভাগ্যে ছিল। চাকরি জীবনে সিনিয়ররা জুনিয়দের একটু গালি দেয়। বিষয়টি স্বাভাবিক, যা আমরা সবাই জানি। আর ঘটনাটা এমনই।
শামীম হাসান সরকার বলেন, ‘আমরা তো শুটিং করতে এসেছি। পরিচালকের কাজে যাই, টাকা পাই। এভাবেই জীবিকা নির্বাহ হয় আমাদের। এখানে তো আসলে টিকটক-রিলস করা। প্রেশার আছে আমাদের। আমি দশ-পনেরোটা সিন করি, আমিও ক্যারেকটার আর্টিস্ট ছিলাম। ক্যারেকটার আর্টিস্ট চার-পাঁচটা করে। তখন দুইটা সিন করে বসে থাকতাম। সব অ্যাঙ্গেলই জানা আছে আমার।’
তানিয়া বৃষ্টির সঙ্গে বিয়ের ছবি ভাইরাল! যা বললেন শামীম হাসান সরকার
সর্বশেষ তিনি জানান তিনি কোনো নেশাদ্রব্য খায় না। অতীত তো অতীতই। কিন্তু বিয়ের পর কোনো শুটিং সেটেও এসবের সঙ্গে জড়ান না। সেটা সেটের সবাই জানেন। তিনি সেটে কোনো গাঁজা সেবন করেননি এবং অভিনেত্রীকে যৌন হেনস্তাও করেননি। তবে তাকে গালি দিয়েছিলেন বলে সংবাদ সম্মেলনে দাবি করেছেন শামীম।
বলে রাখা ভালো, গত মাস অথাৎ এপ্রিল মাসে ৪ তারিখে বিয়ে করেন অভিনেতা। তবে বিয়ের আগে বিয়ের গুঞ্জন ছড়িয়েছে বেশ কয়েকবার।
ইএইচ/

