রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

শুটিংয়ে গাঁজা সেবনের অভিযোগ, যা বললেন শামীম

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৭ মে ২০২৫, ১১:৪৪ এএম

শেয়ার করুন:

শুটিংয়ে গাঁজা সেবনের অভিযোগ, যা বললেন শামীম

তরুণ প্রজন্মের জনপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকারের বিরুদ্ধে শুটিং সেটে মাদক সেবন এবং ধর্ষণের হুমকির অভিযোগ করেছেন অভিনেত্রী প্রিয়াংকা। অভিনেতা নাটকে অভিনয়ের পাশাপাশি ইউটিউব চ্যানেলে কনটেন্ট নির্মাণ করেন। অভিনেত্রীর অভিযোগের পর এক সংবাদ সম্মেলনে অভিনেতা দাবি করেছেন প্রিয়াংকার অভিযোগ সব মিথ্যা। 

এর আগে গণমাধ্যমকে অভিনেত্রী বলেন, ‘ভূতের রাজা’ নাটকে অভিনয়ের সময় কাজের ফাঁকে আমি একবার ছাঁদে যাই তখন দেখি শামীম গাঁজা খাচ্ছেন। একটা সিন শেষ করবে গাঁজা খাবে। তারপর আবার একটা সিন করেই গাঁজা খাবে। নেশাদ্রব্য সেবন করলে মানুষের ভুল হয়। তার মানে আমার সঙ্গে তো সে এমন ব্যবহার করতে পারেন না। দিনে শেষে আমিও একজন মানুষ, নারী। আমি তো তার বউ না, বোন না। তাহলে কেন গালিগালাজ করবে।’


বিজ্ঞাপন


শামীম হাসান সরকারের স্ত্রী কে এই আফসানা প্রীতি?

শুটিং সেটে সহকর্মীকে হেনস্তার অভিযোগের পর গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে অভিনেতা দাবি করেন তিনি এখন কোনো নেশাদ্রব্য খায় না। অতীত তো অতীতই। কিন্তু বিয়ের পর কোনো শুটিং সেটেও এসবের সঙ্গে জড়ান না। সেটা সেটের সবাই জানেন। তিনি সেটে কোনো গাঁজা সেবন করেননি এবং অভিনেত্রীকে যৌন হেনস্তাও করেননি। তবে তাকে গালি দিয়েছিলেন বলে জানিয়েছেন শামীম।

shamim-hasan-sarker-1746550925

ওই সাক্ষাৎকারে গণমাধ্যমকে তিনি বলেন, ‘সেটে আপনি রিলস-টিকটক করতেই পারেন। সেটি আপনার ব্যাপার। আবার ধূমপানও করতে পারে, সেটিও তার ব্যাপার। এখন আপনি ধূমপান করেন সেটে, টিকটক-রিলসও করেন, আমিও ধূমপান করি। এখন আপনি কয়েকবার শুটিংয়ে শট দিলেন, পরিচালক বললেন যে, ‘আপনার মন নেই। আপনি আগে ব্রিফ শুনেন, তারপর অভিনয় করেন।’ 


বিজ্ঞাপন


শামীমের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, যা বললেন অভিনেতা

অভিনেতা যোগ করেন, ‘এর কয়েক মিনিট পর আমার পালা। তখন আমি রাগ করলাম। বিষয়টি এমন নয় একবার ভুল করেছে তাই রাগ করা। অনেকবার হওয়ার পরে তাকে বলি, তোমার কি কাজে মন নেই? মনটা কোথায় তোমার? কাজ করতে এসেছ, নাকি টিকটক-রিলস করতে এসেছ? নাকি আমাদের সঙ্গে নাটক করতে এসেছ। আমারও তো বাসায় যেতে হবে। ওইটা আমার সপ্তম বা অষ্টম সিন ছিল মনে হয়।’

গতকাল সেটে যা হয়েছে তা প্রত্যাশা ছিল না। হয়তো আমার ভাগ্যে ছিল। চাকরি জীবনে সিনিয়ররা জুনিয়দের একটু গালি দেয়। বিষয়টি স্বাভাবিক, যা আমরা সবাই জানি। আর ঘটনাটা এমনই। 

ইএইচ/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর